সোমবার ● ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা : আটক-২
মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা : আটক-২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ইব্রাহিম রাজু (২৭) নামে একজন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোরারগঞ্জ বিশ্ব রোড দরবারটিলা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এই হামলার ঘটনা ঘটে।
নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিন ও সুরমা বেগমের পুত্র এবং তিন নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে নুর উদ্দিন ও সোহেল নামের দু’জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রাজু শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে দরবার টিলা এলাকায় রাস্তার পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা কোন কিছু বুঝে ওঠার আগেই রাজু’কে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তান নগর) ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে বারোটা দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রাজনৈতিক অন্ত কোন্দলের জেরে নেতা রাজু’কে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
রবিবার রাত দশটায় ছাত্রলীগ নেতা ইব্রাহীম রাজু’র নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলেই কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে সঠিকভাবে বলা যাচ্ছেনা। তবে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, জোরারগঞ্জে ছাত্রলীগ নেতা রাজু হত্যাকান্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে, তবে এখনো কেউ এবিষয়ে অভিযোগ দায়ের করেনি এবং তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।