বুধবার ● ১৩ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অনন্ত ২০-২৫ জন আহত হয়েছেন। গতকাল ১২ জুলাই বিকাল ৫টার দিকে কাপ্তাই-মহাসড়কের পাহাড়তলী ইউনিয়নের কাতাল পীর মাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কয়েকটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙ্গুনিয়া উপজেলা থেকে ছেড়ে আসা (চট্ট-মেট্রা-ব-০৫-০২২২) বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে বড় ধরনের ঘটনা ঘটেনি। ঘটনার পরপর চালক ও হেলপার পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা কয়েকজন লোকজন জানান গাড়িটি দ্রুত গতিতে আসার পথে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কের দুই পাশে তিব্র যানজট সৃষ্টি হয়। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল হতে গাড়িটি চুয়েট পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। পরে সড়কে যানচলাচল স্বভাবিক হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন। তিনি জানান স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছি। চুয়েট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, যাত্রীবাহি একটি বাস উল্টে অনেক যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
রাউজানে বাড়িতে ইয়াবার আসর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে নিজের বাড়িতে বসে ইয়াবার সেবনের সময় দুই ব্যাক্তিকে আটক করেছে রাউজান থানা পুলিশ। এর আগে এলাকার ইউপি সদস্য ও স্থানীয়দের সহযোগিতা তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আখতার হোসেনের পুত্র নয়ন (২৫) এবং একই ইউনিয়নের বৈজ্জ্যাখালি গ্রামের মো. জনি (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন জানান, রাতে দুই মাদক সেবন কারীকে আটক করা হয়েছে। আটককৃত দুই মাদক সেবন কারীদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হবে।