শিরোনাম:
●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা
রাঙামাটি, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জুলাই ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ঈদের আনন্দ ভাগ করতে বন্যার্তদের পাশে এহিয়া চৌধুরী
প্রথম পাতা » সকল বিভাগ » ঈদের আনন্দ ভাগ করতে বন্যার্তদের পাশে এহিয়া চৌধুরী
বুধবার ● ১৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের আনন্দ ভাগ করতে বন্যার্তদের পাশে এহিয়া চৌধুরী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের বন্যার্ত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করতে পবিত্র ঈদ-উল আযহার ২য় গত সোমবার ১১ জুলাই দিনে রান্না করা খাবার, কোরবানীর মাংস ও খাদ্যসামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

১ম ধাপের বন্যা শুরুর পর থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের চলমান অংশ হিসেবে এহিয়া চৌধুরী সোমবার ১১ জুলাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র বন্যার্ত মানুষের মাঝে এগুলো বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়, উমরপুর ইউনিয়নের নোয়ারাই প্রাথমিক সরকারি বিদ্যালয় ও আলহাজ্ব বারিক মিয়া-আলহাজ্ব খাদিজা বিবি আলিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্রসহ এলাকার বিভিন্ন গ্রামের পানিবন্দি ১ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং আরো শতাধিক পরিবারের মাঝে কোরবানী মাংস বিতরণ করেন।

বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী এবং কোরবানী মাংস বিতরকালে সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া সঙ্গে ছিলেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সুফি মাহমুদ, সদস্য সচিব আমিরুল ইসলাম শিকার, সদস্য দুদু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথে দলীয় নেতাকর্মীদের সাথে শফিক চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

বিশ্বনাথ :: প্রতিবারের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সোমবার (১১ জুলাই) বিকেলে পৌর শহরস্থ আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এর পূর্বে তিনি নিজ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর জিয়ারতের করে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, মাসখানের ব্যবধানে দুবার বন্যায় বিশ্বনাথ কবলিত হওয়ার পরও আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। ঈদের পূর্বের সরকারের পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার বন্যার্তদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল ও দলীয় নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে এবং প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সর্বোপুরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী থাকলে বাঙালী জাতি নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে শান্তিতে ধর্মীয় উৎসবগুলো পালনের পাশাপাশি বসবাস করতে পারবেন।

সভায় বক্তারা বলেন, শফিক চৌধুরী ২০০৯-১৪ সাল পর্যন্ত ওই এলাকার এমপি থাকাকালীন সময়ই এলাকার উন্নয়নের স্বর্ণযোগ। পর পর দুবার সরকার দলীয় এমপি না থাকায় বিশ্বনাথ-ওসমানীনগর উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। তাই আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য শফিক চৌধুরীকে নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য মকদ্দুছ আলী, শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য ফিরোজ খান।

অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইলিয়াসপত্নী লুনা প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন

বিশ্বনাথ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেস্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা’র প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। সোমবার (১১ জুলাই) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেত্রী তাহসিনা রশদীর লুনা।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন জাতীয় দৈনিক কালেরকণ্ঠ ও স্থানীয় দৈনিক সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক হিসেবে কাজ করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)