রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার
কালীগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) গাজীপুরের কালীগঞ্জে চিত্ত রঞ্জন শীল (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
উপজেলার কলাপাটুয়া এলাকার একটি ইউক্যালিপটাস গাছ থেকে ২৭ মার্চ রবিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়৷ চিত্ত রঞ্জন শীল কলাপাটুয়া গ্রামের মৃত নরেন্দ্র শীলের ছেলে৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, ‘চিত্ত রঞ্জন কলাপটুয়া গ্রামে তার মামার বাড়িতে বসবাস করতেন৷ তার মামা রাখাল চন্দ্র ও দিরেশ চন্দ্রের সঙ্গে কয়েকদিন ধরে জমিজমা নিয়ে ঝগড়া চলছিল৷ সকালে বাড়ির পাসে একটি ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত অবস্থায় চিত্ত রঞ্জনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়৷
লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন৷ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে৷
স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খায়রুল আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, চিত্তরঞ্জন শীল সপরিবারে তার মামার বাড়িতে থাকতেন৷ কয়েকদিন ধরে ওই বাড়ি থেকে ঘর সরানোর জন্য তার মামা রাখাল চন্দ্র ও দিরেশ চন্দ্রের সঙ্গে জমিজমা নিয়ে তার ঝগড়া চলছিল৷ গত দুই দিন আগে বিষয়টি নিয়ে তাকে মারধর করা হয় ৷ এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়৷ নিহত চিত্তরঞ্জন শীলকে তার কর্মী বলেও দাবি করেন চেয়ারম্যান খায়রুল আলম৷