সোমবার ● ১৮ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মুদির দোকান পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি
রাউজানে মুদির দোকান পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান মুদির দোকানে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মুদির দোকান ও মুদির দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। গতকাল ১৭ জুলাই রবিবার ভোররাত ৩ টার সময়ে অগ্নিকান্ডের সুত্রপাত হয় পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার শাহ মোহাম্মদ চৌধুরীর বাড়ীর মুখে বড়পুকুর পাড়ে মোহাম্মদ আবছারের মুদির দোকানে। অগ্নিকান্ড খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস ভোর ৪ টার সময়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু এর আগেই মুদির দোকান মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে অগ্নিকান্ড কান্ডের ঘটনা ঘটছে তা নিশ্চিত করা যাইনি। তবে স্থানীয়রা ধারন করছেন বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
রাউজান পৌর মেয়রের মতবিনিময় সভা
রাউজান :: রাউজানকে দুষণমুক্ত রাখার কর্মসূচি অংশ হিসাবে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এলাকার পোল্ট্রি, ডেইরি ফার্ম ও ডায়গোনষ্টিক সেন্টারের মালিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে মেয়র দুষণমুক্ত রাউজান গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করে বলেন, রাউজানের ৬ লাখ মানুষের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানকে পরিবেশবান্ধব মডেল উপজেলায় পরিণত করার কর্মসূচি নিয়ে কাজ করছেন। তার নির্দেশে উপজেলার ও পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে পঁচন, অপঁচনশীল সকল ধরণের বজ্য পথঘাট থেকে কুড়িয়ে নিদিষ্ট এলাকায় রাখা হচ্ছে। এখন থেকে এলাকার পোল্ট্রি, ডেইরি ফার্ম এর বজ্য নিজস্ব উদ্যোগে পৌর সংরক্ষণগারে নিয়ে যেতে হবে। ডায়গোনষ্টিক সেন্টারের সকল বজ্য পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের নিদেশনা মেনে সংরক্ষাগারে নিয়ে ধংস করতে হবে। গতকাল ১৭ জুলাই রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় পৌরসভা মিলানায়তনে। মেয়র জমির উদ্দিন পারভেজ বৈঠকে সভাপতিত্ব করেন। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপজেলা পশু ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ডেইরি এসোসিয়েট সমিতির সভাপতি জালাল আহম্মেদ, পোল্ট্রি ব্যবসায়ী সুজন চৌধুরী, ডায়গনিস্টক সেন্টারের মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, আবু জাফর, ইমতিয়াজ, ভোমর দাশ গুপ্ত, রতন নাথ, তছলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা দিপলু দে দিপু, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ। বৈঠক শেষে সকল অংশগ্রহনকারীকে বজ্য অপসারণের জন্য একটি করে বালতি উপহার দেন।