বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পার্বত্য জেলায় বিদ্যুৎ লোডশেডিংয়ের সিডিউল
রাঙামাটি পার্বত্য জেলায় বিদ্যুৎ লোডশেডিংয়ের সিডিউল
নির্মল বড়ুয়া মিলন :: বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লোডশেডিং হতে পারে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত। তারই অংশ হিসাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে রাঙামাটি পার্বত্য জেলায় বিদ্যুৎ লোডশেডিংয়ের সিডিউল (খসড়া) প্রস্তাবনা পরিচালক ও সংরক্ষণ সার্কেল এর তত্ত্বাবধায়ক দপ্তরে প্রেরণ করা হয়েছে।
বিদ্যুৎ লোডশেডিংয়ের সিডিউল (খসড়া) প্রস্তাবনার কোন পরিবর্তন না হলে এ প্রস্তাবনাই কার্যকর হবে।
ভেদ ভেদী ৩৩/১১ কেবি ফিডার রাজবাড়ি এলাকা রাত ১টা ও সকাল ১১টা, কলেজ গেইট এলাকা ভোর ৫টা ও বিকাল ৩টা, বংলাদেশ বেতার এলাকা সকাল ১০টা ও রাত ১০টা, কাটাছড়ি সকাল ৮টা ও বিকাল ৪টা, রাংগাপানি এলাকা ভোর ৫টা ও বিকাল ৩টা, আর্মি কেপিআই এর এলাকা সমুহে কোন লোডশেডিং হবে না।
মাঝেরবস্তী ৩৩/১১ কেবি ফিডার বনরুপা এলাকা ভোর ৪টা ও দুপুর ২টা, রিজার্ভবাজার এলাকা সকাল ৮টা ও বিকাল ৪টা, তবলছড়ি এলাকা ভোর ৫টা ও বিকাল ৩টা, সাবষ্টেশন এলাকা সকাল ১০টা।
শুকুরছড়ি ৩৩/১১ কেবি ফিডার মানিকছড়ি এলাকা সকাল ৭টা ও বিকাল ৫টা, কুতুবছড়ি এলাকা রাত ১টা ও সকাল ১১টা, মহালছড়ি এলাকা আওতামুক্ত।
জুরাছড়ি ৩৩/১১ কেবি ফিডার বরকল এলাকা সকাল ১০টা, বনযোগিছড়া এলাকা সকাল ৭টা ও বিকাল ৫টা, কুসুমছড়ি ও জুরাছড়ি সদর আওতামুক্ত।
বিলাইছড়ি ৩৩/১১ কেবি ফিডার কেংড়াছড়ি এলাকা সকাল ১০টা, দিঘলছড়ি এলাকা ভোর ৫টা ও বিকাল ৩টা, বিলাইছড়ি সদর আওতামুক্ত।
বাঙ্গালহালিয়া ৩৩/১১ কেবি ফিডার রাজস্থলী এলাকা সকাল ১০টা ও রাত ১০টা, বাঙ্গালহালিয়া বাজার এলাকা রাত ১টা ও সকাল ১১টা, সুখবিলাস এলাকা ভোর ৪টা ও দুপুর ২টা।
কাপ্তাই ৩৩/১১ কেবি ফিডার বরইছড়ি এলাকা সকাল ৯টা ও রাত ১০টা, কার্গু এলাকা সকাল ১০টা, নেভী ক্যাম্প এলাকা ও প্রজেক্ট কেপিআই আওতামুক্ত, একাডেমী এলাকা ভোর ৫টা ও বিকাল ৩টা।
ঘাগড়া ৩৩/১১ কেবি ফিডার ঘাগড়া এলাকা ভোর ৪টা ও দুপুর ২টা, চম্পাতলী এলাকা সকাল ৯টা।
কাউখালী ৩৩/১১ কেবি ফিডার বেতবুনিয়া কেপিআই আওতামুক্ত, কাউখালী উপজেলা সদর এলাকা রাত ১টা ও সকাল ১১টা, বেতছড়ি এলাকা সকাল ৯টা।
মারিশ্যা ৩৩/১১ কেবি ফিডার বিজিবি কেপিআই ও হাসপাতাল কেপিআই আওতামুক্ত, রুপকারী এলাকা সকাল ৯টা বিদ্যুৎ লোডসেডিং এর আওতায় রাখার বিষয়ে প্রস্তাব করেছেন বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে।
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান জানান, ৩৩/১১ কেবি ১০টি ফিডারে মাধ্যমে পিকআওয়ারে ১২ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। চাহিদার বিপরিতে পিকআওয়ারে ৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, আবার মাঝে মধ্যে পিকআওয়ারে ১২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।
রাঙামাটি সদরে ৩০ হাজার ও জেলা সদরের বাহিরে ৩০ হাজার মোট ৬০ হাজার গ্রাহক রয়েছে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বিদ্যুৎ এর গ্রাহক সেবা প্রদান করা হচ্ছে ।