বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এস.কে রহমান নূরানী একাডেমীর উদ্বোধন
মিরসরাইয়ে এস.কে রহমান নূরানী একাডেমীর উদ্বোধন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এস.কে রহমান নূরানী একাডেমীর উদ্বোধন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ ইসলামপুর এলাকায় অবস্থিত এস.কে রহমান নূরানী একাডেমীর উদ্বোধন দক্ষিণ ইসলামপুর নূরানী জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
নূরানী একাডেমীর উদ্বোধন অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, ধর্মীয় আলোচনা পেশ করেন বারইয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী এবং দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব। এস.কে রহমান নূরানী একাডেমীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মীর আলম মাসুক ও বিদ্রিস আলম শামীমের পক্ষে এস.কে রহমান নূরানী একাডেমী ও দক্ষিণ ইসলামপুর জামে মসজিদের পরিচালনা কমিটির ঘোষণা দেন দক্ষিণ ইসলামপুর নূরানী জামে মসজিদের প্রতিষ্ঠাতা করিমুল হক চৌধুরী ফারুক। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইয়ুব খান চৌধুরী ও আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মুরাদ হোসেন।
এসময় পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সের সুপার সূফী আহমদ উল্যাহ, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হোনা মিয়া, প্রতিষ্ঠানের ভূমি দাতা জহুরুল হক, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২১ জুন এস.কে রহমান নূরানী একাডেমীর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মীর আলম মাসুক।