বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ঘটনায় জেল হাজতে-২
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ঘটনায় জেল হাজতে-২
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর শালিস বৈঠকে সন্ত্রাসী হামলার ঘটনায় মুল নায়ক লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল ও একাধীক মামলার আসামী সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
২০ জুলাই বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
জানাযায়,লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল প্রেসক্লাব সভাপতি রাকিল ও তার ভাগনা স্বপন আহমেদের জায়গা জোরপূর্বক দখল নেয়।
এ নিয়ে গত ২০ মে বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাবলু আহমেদের বাড়ীতে উভয় পক্ষের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালীন কামালের নির্দেশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরাজুল,দুরুদ,জামাল,কাছাব উদ্দিনসহ ১৫/১৬ জন লোক দা,লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় বিচারকরা পালিয়ে যান।
একতরফা হামলায় আহত হন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,তার ভাগনী রোকসানা,ভাগনা নোমান,রাফায়েল ও সালামীন। তাদেরকে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে স্বপন আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেঘটনার সাথে জড়িত জামাত নেতাকাজী ছলিম উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার পর হামলাকারী আনোয়ার হোসেন কামালসহ ৭ জন মাননীয় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহে জামিনে ছিল। তাদের জামিনের মেয়াদ শেষ হলে উপরোল্লিখিত তারিখে তারা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত দুই জনের জামিন নামঞ্জুর করেন।
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন দু’ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন শালিস বৈঠকে এমন ন্যাক্কারজনক হামলা দু:খজনক।
নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ৫০টি পরিবার পাচ্ছে জমিসহ বাড়ি,উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
নবীগঞ্জ :: মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বৃহস্পতিবার (২১ জুলাই) জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে নবীগঞ্জ প্রেসক্লাব ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন নবীগঞ্জ উপজেলা প্রষাসন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় ওই দিন নবীগঞ্জ উপজেলার আলমপুর (জয় বাংলা পল্লী) ও বৈঠাখালে (মুজিব স্বপ্নলোক) ৫০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হবে। তিনি জানান, ২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের একটি মানুষ গৃহহীন বা ভূমিহীন থাকবে না। ঘোষণা অনুযায়ী মুজিবর্ষে প্রতিটি গৃহহীন ভূমিহীন পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় আধা পাকা ঘর এবং ২ শতাংশ জমির মালিকানা। এই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে সম্পূর্ণ বিনামূল্যে দুই শতাংশ জমির মালিকানাসহ আগামীখাল আধা পাকা বাড়ি পাবেন নবীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৫০টি পরিবার। তিনি আরো জানান, গৃহহীন ও ভূমিহীনদের নির্বাচনের ক্ষেত্রে ৩ স্তরে যাচাই বাচাই, উপজেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মতিক্রমে তালিকা চুড়ান্ত করা হয় এবং হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের চুড়ান্ত অনুমোদনক্রমে দুই শতক করে জমি বন্দোবস্ত প্রদান করা হয়। জমির দলিল সম্পূর্ণ নামজারী ফি সরকারীভাবে প্রদান করা হবে। এমন কি গৃহ বুঝিয়ে দেয়ার পূর্বেই দলিল ও নামজারী প্রক্রিয়া সম্পন্ন পূর্বক হস্তান্তর করা হবে। এসময় গৃহ প্রদানের মুল বিষয় উপস্থাপন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এটিএম ফোয়াদ হাসান রাজন, সাধারণ সম্পাদক অঞ্জন রায়, সহ-সভাপতি আব্দুল মুহিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছনি চৌধুরী, সার্ভেয়ার হাবিবুর রহমান, মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, অর্থ সম্পাদক সাগর মিয়া, নির্বাহী সদস্য স্বপন রবি দাশ, জাবেদ তালুকদার, সদস্য তুহিন আলম রেজুওয়ান, দৈনিক দেশের কন্ঠের নবীগঞ্জ প্রতিনিধি সেলিম উদ্দিন।