বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত
রাউজানে কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: করোনার বুষ্টার ডোজ গ্রহন করতে গিয়ে চট্টগ্রামের রাউজানের একটি কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে তিন স্বাস্থ্যকর্মী আহত হয়েছে। গতকাল ২০ জুলাই বুধবার উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন এই কেন্দ্রে টিকার বুষ্টার ডোজ দেয়ার পূর্ব ঘোষনা ছিল। টিকা গ্রহনে এলাকার লোকজন জড়ো হয় এই কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টার দিকে। ক্লিনিকের ভিতরে মানুষের চাপে হঠাৎ করে নিচের ফ্লোর ধসে পড়ে। এসময় আতংকে মানুষ হুড়াহুড়ি করে বের হয়ে গেলেও ক্লিনিকে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ, পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়–য়া ধসে সৃষ্ট গর্তে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। জানা যায় গর্তে আটকা পড়া তিন স্বাস্থ্যকর্মী কমবেশি আঘাত পেয়েছে। উল্লেখ্য যে, গত ২০১৫ সালে হলদিয়া ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিক নির্মান করা হয়েছিল। অভিযোগ আছে এটির নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্লোর ঢালাই কাজে লোহা ব্যবহার না করায় এই ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম। ফ্লোর ধসের বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীকে জানানো হয়েছে বলে তিনি জানান।
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় শিমুল শীল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, মোটরসাইকেলে আরোহী শিমুল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ট্রাকটি শহরমুখি ছিল,বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের ওপর গিয়ে পড়ে। এই ঘটনায় ট্রাক চালক মোটরসাইকেলটির সংঘর্ষ এড়াতে চেষ্টা করতে গিয়ে ট্রাকটি সড়ক পাশের গাছের উপর গিয়ে পড়ে। এর আগেই মোটরসাইকেলটির চালক ট্রাকের ধাক্কায় গাড়িটিসহ ছিটকে পড়ে সড়ক পাশে।
এই ঘটনা নিহত শিমুল শীলের বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ২নম্বর ওর্য়াডের পাল পাড়া গ্রামের মৃত পরিমল শীলের পুত্র। পরিবার সূত্রে, নজুমিয়া হাট থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার তিনি। সেই সেলুনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার বিবাহিত জীবনে দুই কন্যা সন্তান রেখে যান। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ জানান, কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে শিমুল শীল নামে একজন মারা গেছেন।আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।