সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান
প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বান
৫ অক্টোবর সোমবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্যদের সভায় নেতৃবৃন্দ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ‘চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ’ পুরস্কারে সম্মানিত হবার পর এখন এই পুরস্কারের মর্যাদা রক্ষায় সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পরিবেশ ধ্বংসকারী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের যাবতীয় কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে প্রধানমন্ত্রী তার পুরস্কারের আনন্দ ও মর্যাদা জনগণের সাথে ভাগাভাগি করে নিতে পারেন। তা না হলে ভবিষ্যতে এই পুরস্কার প্রধানমন্ত্রী ও তার সরকারের জন্য বিরাট বোঝা ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে তার মতলববাজ পরামর্শক ও উপদেষ্টাদের খপ্পর থেকে বেরিয়ে এসে সুন্দরবন তথা দেশের দক্ষিণাঞ্চলের প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই সাহসী সিদ্ধান্ত নেবার আহ্বান জানান। তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নেই। তারা বলেন, দেশের মানুষের পাশাপাশি ইউনেস্কোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ইতিমধ্যে পরিবেশ বিপন্নকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার দাবি জানিয়ে আসছে।
নেতৃবৃন্দ সুন্দরবন রক্ষায় গণতান্ত্রিক বাম মোর্চা আহুত আগামী ১৬-১৮ অক্টোবর ঢাকা-সুন্দরবন রোডমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কর্তৃক দেশে আইএস বা কোন সংগঠিত জঙ্গী গোষ্ঠি নেই এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেছেন আগামীতে সরকার জঙ্গীবাদের ইস্যুকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার না করে বাংলাদেশে জঙ্গীবাদের অনুপ্রবেশের যেকোন তৎপরতার বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ বিদেশী নাগরিকদের ধারাবাহিক হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘাতকদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ মেডিকেল কলেজে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি মেনে নিয়ে পুনরায় ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক কমিটির সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, সেকেন্দার হোসেন, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, শাহাদাৎ হোসেন খোকন প্রমুখ।(বিজ্ঞপ্তি) আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.৫৫ মিঃ