শুক্রবার ● ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক
কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মনোয়ারা খাতুন (৪৫) নামের নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তৈলকুপ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনোয়ারা ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মাদক বিক্রির খবর পেয়ে তৈলকুপ গ্রামে অভিযান চালানো হয়। সেসময় অন্যরা পালিয়ে গেলেও হাতে নাতে ১০০ পিচ ইয়াবাসহ মনোয়ারা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় আরও ১০০ পিচ ইয়াবা। এ ঘটনায় মনোয়ারার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মনোয়ার খাতুন একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ছেলের চলন্ত মটোরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু
ঝিনাইদহ :: ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরার সময় শৈলকুপায় ছেলের চালানো মটোরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাধুহাটি কৌ পাড়া গ্রামের মৃত. ইব্রাহিম মোল্যার ছেলে আকরাম হোসেন বুধবার দুপুরে তার মা হাজেরা খাতুন (৫৫) কে নিয়ে লাঙ্গলবাঁধ বাজারে মা কেয়ারে হাসপাতালে ডাক্তার কিশোর কুমার কুন্ডুর কাছে দেখাতে যায়। ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় মাকে নিয়ে মটরসাইকেলে বাড়ি ফিরে আসার সময় লাঙ্গলবাঁধÑশৈলকুপা সড়কের কাশিনাথপুর নামক স্থানে চলন্ত মটরসাইকেল থেকে তার মা পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবেশি মনিরুজ্জামান সাচ্চু জানান ডাক্তার দেখিয়ে ছেলের সাথে মটরসাইকেলে বাড়ি আসার সময় মটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনা সত্য।
ঝিনাইদহে গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর
ঝিনাইদহ :: ঝিনাইদহে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেখানে আমন্ত্রিত অতিথিরা ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও দুই শতক জমির দলিল তুলে দেন। এবার জেলার ৬ উপজেলায় ২৫৭ টি ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।