রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সন্তানসহ গৃহবধু অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
বিশ্বনাথে সন্তানসহ গৃহবধু অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) বিশ্বনাথে সন্তানসহ গৃহবধু অপহরণের অভিযোগে পাওয়া গেছে ৷ অপহৃতরা হলেন-উপজেলার চকরামপ্রসাদ গ্রামের সাজ্জাদ হোসেন বাবুলের স্ত্রী রম্নপা বেগম ও তার শিশু সনত্মান সাজিদ হোসেন ৷
এঘটনায় অপহৃত গৃহবধুর স্বামী সাজ্জাজ হোসেন বাবুল বাদি হয়ে শনিবার রাতে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করেন৷ মামলা নং ১৬৷ মামলা দায়েরের পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করে৷ তারা হলেন উপজেলা চকরামপ্রসাদ গ্রামের ইনত্মাজ আলীর ছেলে সাদ্দাম হোসেন ও মৌলভীবাজার জেলার রাজনগর থানার পদিনাপুর গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে শিমুল মিয়া৷ গতকাল রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ৷
এদিকে, গত ২৭ ফেব্রুয়ারী সন্তানসহ গৃহবধু নিখোঁজ হওয়ার অভিযোগে থানায় প্রথমে জিডি এন্টি করা হয়৷ যার নং ১১৫০৷
জানাগেছে, গত প্রায় ছয় বছর পূর্বে রুপা বেগমের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন সাজ্জাদ হোসেন বাবুল৷ বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম গ্রহন করে ৷ বর্তমানে ওই ছেলের বয়স ৪ বছর ৷ গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় সাজ্জাদ হোসেন বাবুল স্থানীয় রামপাশা বাজারে চলে যান৷ এসময় ঘরে থাকা তার মা আফিয়া খাতুন মাগরিবের নামাজে ছিলেন৷ এসুযোগে আসামিরা গৃহবধু ও তার সন্তানকে অপহরণ করে নিয়ে যায়৷
মামলার দায়েরের সত্যতা স্বীকার করে থানা ওসি আবদুল হাই বলেন, মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে৷