মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকাল পৌনে দশটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছত্তরুয়া এলাকার ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দির বাড়ি প্রকাশ নিত্যধন ঘোষের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক নিত্যধন ঘোষ (৭০) জানান, সকাল পৌনে দশটার দিকে হঠাৎ করে বাড়ির পশ্চিম পাশের বসতঘরের দক্ষিণ পশ্চিম কর্ণার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের প্রায় পৌনে এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসে পৌঁছে, ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, কোনকিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এতে আসবাবপত্র, নগদ টাকা সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী জীবন কৃষ্ণ পাল (৩২) জানান, সকাল পৌনে দশটার দিকে হঠাৎ করে মন্দির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পিএনজি গার্মেন্টসের বাবুর্চি রিয়াজ হোসেন (৩৫) জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর থেকে পিএনজি বিডি লিমিটেডের প্রায় সাড়ে আটশত শ্রমিকের (নিয়মিত) দুপুরের খাবার রান্না করে সরবরাহ করা হতো, তবে অগ্নিকাণ্ডের ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, সকাল পৌনে দশটার দিকে করেরহাটের ছত্তরুয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি, অগ্নিকাণ্ডে ৪ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।