মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীদের কাছ থেকে আবর্জনা ক্রয় করলেন রাউজানের মেয়র
শিক্ষার্থীদের কাছ থেকে আবর্জনা ক্রয় করলেন রাউজানের মেয়র
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান পৌরসভাকে একটি আধুনিক ও পরিস্কার-পরিচ্ছন্ন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৪’শত বস্তা আবর্জনা কেনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আবর্জনা কিনেছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। গত রবিবার ২৪ জুলাই সকালে রাউজান রামগতি ধর, রামধন ধর, আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৪’শত বস্তা প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল আবর্জনা দুইশত টাকা ধরে ক্রয় করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠিত সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র, শিক্ষক ফিরোজ আহমেদ, বিপ্লদ দাশ, যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আবু সালেক, ছাত্রলীগের সহ সম্পাদক নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ প্রমুখ।
শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অপচনশীল এই আবর্জনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মেয়র জমির উদ্দিন পারভেজ।
রাউজানে রাতের অন্ধকারে ৪টি গরু চুরি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে এক রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটছে। রবিবার মধ্যে রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ৩নম্বর ওয়ার্ডে মো: গনির নামের এক দিনমজুরের গোয়ালঘরে এই চুরির ঘটনা ঘটছে। চুরি হওয়া গরুর গুলোর বাজার মূল্য প্রায় সাড়ে ৩লক্ষা টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। জানা যায়, রাতে ঘোয়ালঘরে গরু গুলোকে বেঁধে ঘুমিয়ে যান। সকালে এসে দেখেন তার ঘোয়ালঘরে রাখা গরু গুলো নেই। পরে তিনি এলাকার আশপাশে খোঁজাখুঁজি করেও গরু গুলো না পেয়ে তিনি স্থানীয় মেম্বারকে বিষয়টি জানান। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন মেম্বার জানান, গরু চুরি বিষয় নিয়ে আমার কাছে সেই অভিযোগ নিয়ে আসেন। আমি তাকে থানায় এই বিষয়ে একটি অভিযোগ দিতে বলি। উল্লেখ্য, কুরবানি ঈদের আগের দিন একই এলাকার আলম নামের এক কৃষকের ৭টি গরু চুরি হয়। এছাড়াও রাউজানে ছোটবড় গরু চুরির ঘটনার অভিযোগ মিলেছে।