বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রবল বর্ষণে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
প্রবল বর্ষণে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কালভার্ট ধ্বসে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা।
মঙ্গলবার ২৬ জুলাই পানছড়ির ৪নং লতিবান ইউপি’র নালকাটা এলাকায় অবস্থিত শুকনাছড়ি ছড়ায় কালভার্টটি ধ্বসে পড়ে।
জানা যায়, বিগত ২০২১-২২ অর্থ বছরে দু’টি প্রকল্পের মাধ্যমে দু’দফা কালভার্টটি রক্ষায় কয়েক লাখ টাকা ব্যয় করা হয়। কিন্তু কাজের গুনগত মান নিম্নমানের ও সঠিক তদারকীর অভাবে সামান্য বৃষ্টির পাহাড়ি ঢলে অবশেষে ধ্বসে পড়লো মূহুর্তেই।
স্থানীয়রা জানায়, সড়ক ও জনপথের উদাসীনতা ও হরিলুটে কাজের গুনগত মান ভালো না হওয়ায় আজ সেতুটি ধসে পড়ে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলেন, লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ দ্রুত পদক্ষেপ না নিলে পাশে একটি মন্দিরের গেইট ও প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাও ছড়ার গর্ভে বিলীন হয়ে যাবে।