

বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৌদ্ধ ধর্মীয় বিষয়ে লেখা আহবান
বৌদ্ধ ধর্মীয় বিষয়ে লেখা আহবান
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামী ১০ অক্টোবর-২০২২ ইংরেজি তারিখ সোমবার ছাবা বৌদ্ধ বিহারের ১৫তম শুভ দানোত্তন কঠিন চীবর দানানুষ্ঠান উপলক্ষে বুদ্ধের জীবণ দর্শণ এবং সদ্ধর্ম জাগরণের অগদূত ভিক্ষুগণের জীবণীসহ ধর্মীয় লেখা সমন্বিত লেখনী নিয়ে প্রথম বারের মত “প্রজ্ঞা” নামের একটি বই প্রকাশিত হবে।
উক্ত প্রকাশনায় বৌদ্ধ ধর্মীয় বিষয়ে লেখা আহবান করা যাচ্ছে। “প্রজ্ঞা” নামের বই প্রকাশনা সু-সম্পন্ন করার লক্ষে দানশীল ব্যক্তিদের নিকট শ্রদ্ধাদান প্রদানের অনুরোধ করা যাচ্ছে। শ্রদ্ধাদান প্রদানকারীদের পরিচিতি বইয়ে লিপিবদ্ধ করা হবে।
শুভদর্শী মহাথের
অধ্যক্ষ
ছাবা বৌদ্ধ বিহার উলুছড়া, রাঙামাটি পৌরসভা ৯নং ওয়ার্ড, রাঙামাটি পার্বত্য জেলা।
বিকাশ ও নগদ : 01876006005 মোবাইল : 01854975927 এছাড়া যোগাযোগ : শাসনরক্ষিত ভিক্ষু উপাধ্যক্ষ ছাবা বৌদ্ধ বিহার ও নির্মল বড়ুয়া মিলন, প্রকাশনা সম্পাদক, ছাবা বৌদ্ধ বিহার।
“প্রজ্ঞা” বইয়ের জন্য লেখা পাঠানোর ঠিকানা ই-মেইল : chtmedia24@yahoo.com
আগ্রহীদের লেখা ১৩-১৫ শত শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ও আগামী মধু পুর্নিমার পুর্বে আপনার লেখা ই-মেইলের মাধ্যমে আমাদের হাতে পৌছাতে হবে।