শনিবার ● ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভ্রাতৃঘাতি সংঘাত সমাজ, জাত ও দলের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না
ভ্রাতৃঘাতি সংঘাত সমাজ, জাত ও দলের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না
সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সদরদ উপজেলা শাখার নিশি চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পিসিজেএসএস (সন্তু-মুল) এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে রাঙামাটির কুদুকছড়িতে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ বেলা ২টায় অনুষ্ঠিত মানবেন্ধনে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি রিমি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক লিপি চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুরুপা চাকমা ও সঞ্চালনা করেন নিশি চাকমা।
বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের সাথে আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে চারিদিকে ভূমি বেদখল, নারী ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ সাধারণ মানুষ অত্যাচার-নিপীড়নের শিকার হচ্ছে, সরকার চুক্তি বাস্তবায়ন না করে উল্টো আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করছে, কিন্তু এসবের বিরুদ্ধে কোন আন্দোলন না করে পিসিজেএসএস ভ্রাতৃঘাতি সংঘাতকে প্রধান কর্ম হিসেবে বেছে নিয়েছে। তারা শাসকগোষ্ঠির ইন্ধনে সমঝোতার শর্ত লঙ্ঘন করে ইউপিডিএফ-মুল এর ওপর নতুন করে সশস্ত্র আক্রমণ চালিয়ে দুই জনকে হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত সমাজ, জাত ও দলের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। যে সময়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয়ে পড়েছে, সে সময়ে জেএসএস’র এমন অপরিণামদর্শী সংঘাতমূলক কার্যক্রম কার্যত শাসকগোষ্ঠিকেই লাভবান করবে।
মানববন্ধন থেকে বক্তারা অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার জন্য পিসিজেএসএস-মূল এর প্রতি আহ্বান জানান।