মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণকালে আটক-২
রামগড়ে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণকালে আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে অফিস টিলায় অবস্থিত প্রাচীন স্থাপনা এসডিও বাংলোর জায়গা দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণকালে ভ্রাম্যমান আদালতে ২জনকে আটক করা হয়েছে।
গত সোমবার (১ আগষ্ট) সকালে পৌরসভার অফিস টিলা (এসডিও বাংলো) এলাকায় সরকারী আদেশ অমান্য করে পূর্বে অবৈধভাবে নির্মিত কাঁটাতারের বেড়া পূর্ন নির্মাণ করার সময় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ ১৯৭০ এর ৭ ধারা মোতাবেক স্থানীয় শ্রমিক আবুল কালাম (৬৫) পিতা আবদুল মালেক ও রুহুল আমীন (৪০) পিতা আলী আকবর নামে দুই জনের প্রত্যেককে ৫দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত। তিনি জানান, আটককৃতরা জননিরাপত্তা বিভাগের ২৮/১১/২১ তারিখের আদেশ অমান্য করে রামগড় উপজেলা পরিষদের জায়গার উপর অবস্থিত ১৯২০ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের বাংলোর (এসডিও বাংলো) সামনে কাটা তারের বেড়ার কাজ করছিলো।
উল্লেখ্য, উক্ত ভূমিতে ইতোপূর্বে বিজিবি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক কাঁটাতারের বেড়া স্থাপন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নং ৪৪.১০.০০০০.১১৬.২৪.০২২.১৯ (অংশ-২)-১৯২, তারিখ ২৮.১১.২০২১ মূলে অবৈধভাবে দখলকৃত জমির বিষয়ে বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে সরকারী স্বার্থ সংরক্ষণের নিমিত্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলাকে নির্দেশ দেয়া হয়।