মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবাসী কামরুলের বিরুদ্ধে পুকুরের পয়নিস্কাশন বন্ধ করার অভিযোগ
প্রবাসী কামরুলের বিরুদ্ধে পুকুরের পয়নিস্কাশন বন্ধ করার অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সাধুরগাঁও গ্রামে পুকুরের পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ করার ও সরকারি পাকা সড়কের করার ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাজ্য প্রবাসী আলী হাসান কামরুলের বিরুদ্ধে।
পানির পাইপের মুখে দেয়াল নির্মাণ করে পানি নিস্কাশন ব্যবস্থা স্থয়ীভাবে বন্ধ করে দেওয়ায় প্রবাসী আলী হাসান কামরুল (৩২) ও পুকুর মালিক লাইছ মিয়া (৫৫) পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকাও করছেন এলাকাবাসী। এদিকে বিষয়টি নিয়ে দু’পক্ষই বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রবিবার (৩১ জুলাই) এলাকাবাসীর পক্ষে সাধুরগাঁও গ্রামের আব্দুল আলীম নামের ক্ষতিগ্রস্ত একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে প্রবাসী কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অভিযুক্ত করেছেন প্রবাসী কামরুলের চাচাতো ভাই গৌছ আলী (৪৫), বাবুল মিয়া (২৫), শশুড় সুন্দর আলী (৬৫), শ্যালক বদরুল ইসলাম (২১), ভাতিজা মামুন মিয়া (২০)’সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে।
এব্যাপারে আব্দুল আলীম ও লাইছ মিয়ার দাবি, পানি নিস্কাশন বন্ধ করায় জলাবদ্ধতার সৃস্টি হয়ে ‘কালিগঞ্জ-মনাইকান্দি’ সড়কের সাধুরগাঁও এলাকার বেশ কিছু অংশ ভেঙে যাচ্ছে। পানিবন্ধী হয়ে পড়েছেন পুকুর মালিক লাইছ মিয়া ও প্রতিবেশী ইছাক আলী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিযোগকারীও।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সাধুরগাঁও গ্রামের লাইছ মিয়ার পুকুরের পানি ‘কালিগঞ্জ-মনাইকান্দি’ পাকা সড়কের নিচের পাইপ দিয়ে নিস্কাশন হয়ে আসছিল। কিন্তু নিজের জায়গা হওয়ায় সম্প্রতি তা বন্ধ করে দেন একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলী হাসান কামরুল। এতে দু’পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা।
সংঘর্ষ এড়াতে আব্দুল আলীম মধ্যস্থতা করে সাধুরগাঁও ও দাউদপুর গ্রামের পঞ্চায়েতগনের স্মরনাপন্ন হন। এক পর্যায়ে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ ও পরিষদের মেম্বার শহিদুল ইসলামের উপস্থিতিতে পঞ্চায়েতগণ বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করেন।
কিন্তু এতে আরও ক্ষিপ্ত হন প্রবাসী কামরুল। গত বুধবার (২৭ জুলাই) পুকুর মালিক লাইছ মিয়া, আব্দুল আলীমসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। ওইদিন রাতে তার পক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে পাইপের মুখে দেয়াল নির্মাণ করে পানি নিস্কাশন ব্যবস্থা একেবারেই বন্ধ করে দেন। ফলে, জলাবদ্ধতার সৃস্টি হয়ে এলজিইডির ‘কালিগঞ্জ-মনাইকান্দি’ পাকা সড়কের বেশ কিছু অংশ ভেঙে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন পুকুর মালিকসহ সাধুরগাঁয়ের বাসিন্ধারা।
এতে ওই প্রবাসী ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত শুক্রবার (২৯ জুলাই) থানায় পাল্টা অভিযোগ দেন পুকুর মালিক লাইছ মিয়া। আর রোববার প্রবাসীসহ তার চাচাতোভাই, শশুড়র ও শ্যালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে অভিযোগ দেন আব্দুল আলীম। অভিযোগ পেয়ে থানার তদন্ত ওসি জাহিদুল ইসলাম, এসআই আজহার, এসআই আবুল কাশেম, এসআই দ্বিপংকর সরকার কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে প্রবাসী আলী হাসান কামরুল এ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি এখনও বৈঠকে আছি, পরে আপনাকে কল দিয়ে কথা বলবো।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও সাধুরগাঁও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মাহমদ আলী বাবুল বলেন, পঞ্চায়েতগণ বিষয়টি নিস্পত্তির চেষ্ঠা করেছিলেন কিন্তু প্রবাসী তাদের কথা না মানায় তারা ব্যর্থ হয়েছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সহকারে দেখবেন।
উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যে অভিযোগ দেয়া হয়েছে সেটার অনুলিপি তিনি পেয়ে গোপনে তদন্ত করেছেন। আর তদন্তে ঘটনার সত্যতাও পেয়েছেন। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৫ আগস্টের শহীদদের স্মরণে শফিক চৌধুরীর দোয়া ও মিলাদ মাহফিল
বিশ্বনাথ :: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ শহীদ হওয়ার তাঁর পরিবারের সদস্যদের স্মরণে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোকাহত মাস শুরুর ১ম দিনেই উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে ওই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়ে ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। নিজের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন কাঙ্খিত উন্নয়ন, দিয়েছে সর্বস্তরের বাঙালীদের নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে বসবাস করার সুযোগ।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী কাওছার আহমদ ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমদ খান, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, লাল মিয়া, মশাহিদ খান, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য জিয়াউর রহমান জিয়া, দশঘর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউসুফ আলী, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, মঞ্জুর আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ইন্সট্রাক্টর বদরুল আলম চৌধুরী শিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিত চৌধুরী মেম্বার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, জাকির হোসেন মামুন, মাসুদ আহমদ রিপন, আব্দুর রহমান, জাকারিয়া ইমন’সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পংকি খানের দক্ষ নেতৃত্বের কারণেই প্রধানমন্ত্রী তাকে সভাপতি করে ছিলেন : আহমদ হোসেন
বিশ্বনাথ :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, মুজিব আদর্শের দক্ষ সংগঠক পংকি খান ছিলেন একজন জনবান্ধব নেতা। যাঁর রাজনৈতিক ভিত্তি ছিলো অনেক শক্তিশালী, যে কারণে পংকি খানের সাংগঠনিক নেতৃত্বের সমান আর কেউ নেই। আর তাই পংকি খানের দক্ষ নেতৃত্বের কারণেই স্বয়ং প্রধানমন্ত্রী তাকে সভাপতি করে ছিলেন।
নিজেকে প্রমাণের জন্য এর চেয়ে আর কি লাগে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শেখ হাসিনার অধীনেই সকল দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের পালিয়ে যাওয়াতে বিএনপি হয়ে গেছে ড্রাইভার ছাড়া গাড়ির মতো।
আর ড্রাইভার ছাড়া গাড়ি যেমন কেউ চড়তে চায়না নিজের জীবনের নিরাপত্তার জন্য, তেমনি নেতৃত্ব শূন্য হয়ে যাওয়া বিএনপিতে আস্থা নেই জনগণের। তিনি রোববার (৩১ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আলহাজ্ব পংকি খান স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘নাগরিক শোকসভা’য় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, পংকি খান ছিলেন একজন দক্ষ-যোগ্য রাজনীতিবীদ, শালিস ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। পংকি খানের নেতৃত্বে বিশ্বনাথের সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে। পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথবাসী হারিয়েছেন নির্ভরযোগ্য বটবৃক্ষ, নিজেদের আস্তার আশ্রয়স্থল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মরহুম পংকি খানের সহোদর ফিরুজ খান, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম সাহিদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের যৌথ পরিচালনায় নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য ও মহানগর কৃষক লীগের সহ সভাপতি শেখ আজাদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।
নাগরিক শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও গীতাপাঠ করেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য। শোকসভায় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক ও সম্পাদক সাইফুল
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের কমিটি রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ঘোষণা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। রফিক আলীকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি শংকর জ্যোতি দেব, আব্দুস সালাম, ফয়ছল আহমদ, সুজেল আহমদ, যুগ্ম সম্পাদক শামিম আহমদ, মোস্তফা কামাল হিমেল, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, কয়েছ আহমদ, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শিপন আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আজাদ আলী, অর্থ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।
নিজেদের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত বরেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।