বুধবার ● ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেচ্ছাশ্রমে ২ কিলোমিটার রাস্তা নির্মান করলেন জাহিদুল
সেচ্ছাশ্রমে ২ কিলোমিটার রাস্তা নির্মান করলেন জাহিদুল
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের পাড়াবাইশা হইতে সোনাতলার দিঘদাইর পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা রাস্তা সেচ্ছাশ্রমে নির্মান করলেন বিশিষ্ট সমাজসেবক পরোঊপকারী সাদা মনের মানুষখ্যাত জাহিদুল ইসলাম। তার প্রচেষ্টায় দুই গ্রামের মধ্যে যাতায়াতের জন্য তৈরি হল নতুন সেতুবন্ধন। রাস্তাটি তৈরি হওয়ায় দুই গ্রামের মানুষের যাতায়াতের সময় কমছে প্রায় ১ঘন্টা। প্রতিদিন এখন এ রাস্তায় প্রায় হাজারের বেশি মানুষ যাতায়াত করে। জাহিদুল জানান, এই অনেক আগে থেকেই মাটি কেটে কেটে রাস্তাটি তৈরীর চেষ্টা করে আসছিলাম, কিন্তু সম্ভব হয়নি। এবার সবার সহযোগিতা ও জমির মালিদের সাথে নিয়ে সকলের ঐক্য প্রচেষ্টায় রাস্তাটি তৈরী করা সম্ভব হয়েছে। রাস্তার মধ্যে দিয়ে গজারিয়া নদী বয়ে যাওয়ায় রাস্তাটি দুই অংশে বিভক্ত হয় এর জন্য নদীতে একটি বাঁশের সাকো তৈরি করে দিয়েছি। রাস্তাটি নির্মাণে সাবেক ৩ নং দিগদাইড় ইউপি চেয়ারম্যান জনাব আলী তৈয়ব শামীম জমি দাতাদের সঠিকভাবে জমি বন্টনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। এছাড়াও রাস্তার জন্য অন্য জমিদাতারা হলেন দিগদাইড় গ্রামের মৃত নয়িম উদ্দিন কাষ্টমের ছেলে মুন্জু, মিজানুর, টুঙ্কু প্রামানিক, রহিম উদ্দিন,মৃত আফজাল ভাসানিসহ অনেকেই। রাস্তাটি নির্মাণের ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রী খুব অল্প সময়েই তাদের বিদ্যালয়ে যেতে পারছে। খুব সহজেই কৃষকরা কৃষি পণ্য ঘরে নিতে পারছে। রাস্তাটি নির্মান হওয়ার ফলে দুই এলাকার মানুষের মনে বইছে খুশির আমেজ ।
গাবতলীতে ছাত্রদলের বিক্ষোভ
বগুড়া ;: গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দাড়াইল বাজারে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় পুলিশের অন্যায় ভাবে গুলি বর্ষণ ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ। পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা’র বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম রাঙ্গা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাদ রহমান তাসকিনের সঞ্চালনা’য় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-যুগ্ম সাধারন সম্পাদক রুবেল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মন্ডল, ডিউ তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক সজিব মিয়া, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, সদস্য স্বপন মাহমুদ, রাশেদুল ইসলাম, আশিক হাসান, নাড়ুয়ামালা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আল হাবীব সীমান্ত, মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহান বাবু, দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ, নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রঞ্জু মিয়া, রামেশ^রপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সেলিম আহম্মেদ’সহ উপজেলা-পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
গাবতলীর কাগইলে স্বল্পমুল্যে টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন
বগুড়া :: ২রা আগষ্ট বগুড়া গাবতলী কাগইল ইউনিয়নে বাংলাদেশ সরকার প্রদত্ত স্বল্পমুল্যে ৯৮৬ পরিবারকে টিসিবি’র পণ্য (সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, পেয়াজ) বিক্রি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা। এসময় ট্যাগ অফিসার আশরাফ আলী, প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিম, ইউপি সচিব কে এম সোহাগ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মুঞ্জরুল ইসলাম, বাবলু মিয়া, আবু জাফর, হাসেন আলী, আব্দুস ছাত্তার, আনছার আলী ভোলা, মিলন মিয়া, জাহানারা বেগম ,শাহানাজ বেগম, বিউটি বেগম, টিবিবি ডিলার আনোয়ার হোসেন, আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।