বুধবার ● ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও
পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুরের আজমপুর ইউনিয়নের নওদাগ্রাম এ পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননী ৩৫ বছর বয়সী গৃহবধূ মোছাঃ শারমিন খাতুন ও একই গ্রামের ৩৮ বছর বয়সী ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের হাত ধরে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবং তারা সম্পর্কে ফারুক হোসেনের মামী হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ আগষ্ট) রাত দুইটার দিকে। স্থানীয়রা জানান,মোছাঃ শারমিন খাতুন উপজেলার নওদাগ্রাম গ্রামের মইদুল ইসলামের স্ত্রী এবং তার বিবাহিত একটি ১৯ বছরের কন্যা সন্তান ও ৮ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে মোঃ ফারুক হোসেন একই গ্রামের মোঃ ইদ্রিস আলী ছেলে এবং তারও ১৩ বছর ও পাঁচ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মইদুল ইসলাম দুপুরে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের ও পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। এবং মইদুল ইসলামের বাড়িতে নিয়মিত যাতায়াত করত। প্রত্যক্ষ সূত্রে জানা যায় গেল রাত দুইটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থকে বের হয় শারমিন খাতুন। টয়লেট থেকে আসতে দেরি হওয়ায় স্বামী মইদুল ইসলাম ঘর থেকে বের হয়ে দেখে তার স্ত্রী টয়লেটে নাই, পরে তার পরিবারের সকলে মিলে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায় নাই।পরিবার সূত্রে আরো জানা গেছে, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সবকিছুই নিয়ে লম্পট ফারুক হোসেনের সাথে চম্পট দিয়েছে । ঘরে নেই টাকা পয়সা, তার উপর ছোট ছেলে মায়ের শোকে অনাবর্ত কান্না, আর বড় মেয়ের অসহায় চাহনীর কাছে মইদুল ইসলাম একান্ত অসহায় কিংকর্তব্যবিমূঢ়। এদিকে গৃহবধুর উধাও এর খবরে স্বামী মইদুল ইসলাম বড় মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন। একই অবস্থা ফারুক হোসেনের স্ত্রী’র। তিনিও স্বামীকে হারিয়ে দুটি কন্যা সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, ইউপি সদস্য থাকাকালীন মোঃ ফারুক হোসেন একাধিক মেয়ের সঙ্গে প্রেমের ও পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। এবং বিভিন্ন অসহায় নারীর সরকারি ভাতা ও কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটানোর অভিযোগ ও পাওয়া যায়।
কালীগঞ্জ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের টাকা আত্মসাতের ঘটনা প্রমানিত-তদন্ত কমিটির প্রতিবেদন
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব বাজেটের আওতায় রবি,খরিপ-১ ও খরিপ-২ মৌসুমের প্রকল্পে আন্তঃ পরিচর্যা বাবদ রাজস্ব খাতের কৃষকের টাকা আত্মসাতের অভিযোগ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়। তারপর তিনি তড়িঘড়ি করে কৃষকদের নিকট থেকে কেটে রাখা ১০০ টাকা ফেরত ও দেন। ঘটনাটি ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলীর দৃষ্টিগোচর হলে তিনি জেলা প্রশিক্ষন কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদারকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত কমিটি রোববার তিনি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেন সোমবার। কৃষকদের দেওয়ার কথা ১৫০০ টাকা সেখানে কৃষি অফিসার ১৪০০ টাকা প্রদান করে ১০০ টাকা গায়েব করেন। এব্যাপারে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্সন কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান,পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে হতবাগ হন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকের রাজস্ব খাতের একশত টাকা প্রথমে কেটে রাখেন এবং পরবর্তীতে সেই টাকা আবার কৃষকদের ফিরিয়ে দেন। তার এই ধরনের কাজেই তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হয়ে গেছে। এরপরও অফিসিয়াল তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। কর্মকর্তাগণ প্রতিবেদন দেখে ব্যবস্থা গ্রহন করবেন। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী জানান,কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সিকদার মহায়মেন আখতার এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক একটি প্রতিবেদন আমি হাতে পেয়েছি। এই প্রতিবেদনটি আমি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট পাঠিয়ে দিব।
শৈলকুপায় বাড়ির উঠোনে সবজি চাষের টাকায় চাষীর দুই ছেলে পড়ছে বিশ্ববিদ্যালয়ে
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের কৃষক আমিন বিশ্বাসের একচিলতে মাঠান জমি নেই। বাড়ির উঠোনে নিজেরসহ ভাইদের ৩৫ শতক জমিতে বসতঘরের সামনেই বসিয়েছেন সবজির মাঠ। বাড়িতে ঢুকতে গেলে খুব সাবধানে ঢুকতে হবে কেননা, মনে হতে পারে হয়তবা কোন সবজির ঘাড়ে পা পড়ছেন। এমন সবজিঘেরা বাড়িটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে। জানা গেছে, সামান্য লেখাপড়া জানা কৃষক আমিন বিশ্বাস প্রমান করেছেন লাখলাখ টাকা খরচ করে বিদেশে না গিয়ে ২০-২৫ শতক জমি চাষ করেই একজন মানুষ স্বাচ্ছন্দে তার সংসার চালাতে পারেন। মেটাতে পারেন পারিবারিক সবজি ও ফলের চাহিদা। এজন্য দরকার পরিশ্রম, ধৈর্য্য আর একাগ্রতা। সেটি প্রমাণ করে তিনি পেয়েছেন একাধিক পুরস্কারও। আমিন বিশ্বাস (৫৩) জানালেন, বাড়ির কয়েকশতক জমি ছাড়া নিজের আবাদযোগ্য জমি না থাকায় পরিবার নিয়ে বেশ কষ্টে ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি এবং কৃষি অফিসের পরামর্শে তিনি তার নিজেরসহ ভাইদের ৩৫ শতক জমিতে শুরু করেন সবজি আবাদ। প্রথম বছর থেকেই ভালো ফল পেতে থাকেন তিনি। এখন সারাবছর বিভিন্ন সবজি ও ফলের চাষ করে ছয় সদস্যের পরিবার চালাচ্ছেন। নিজে এবং স্ত্রী আনোয়ারা খাতুন খেটে খুটে তিন ছেলের দুজনকে পড়িয়েছেন বিশ^বিদ্যালয়ে। ছোটটি স্থাানীয় মাদ্রাসায় পড়ছে। ঠিক এ মূহুর্তে ব্যাপক সবজি না থাকলেও আমিন বিশ্বাসের বাড়ির আঙিনায় রয়েছে সবুজশাক, উচ্ছে, চিচিঙ্গা, জাংলায় শোভা পাচ্ছে পুঁইশাক আর আঙিনার চারদিকে দুলছে মেটে আলু বা গাছ আলু। পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রির জন্য লাগিয়েছেন কদবেলের চারা যা ফল দিচ্ছে বেশ কয়েকবছর। বড় আকারে একটি বেদানা ও ড্রাগনগাছে ধরেছে ফল। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, কৃষিসেক্টরে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বাড়ির আঙিনায় সবজি ও ফলমূল চাষ করে যাতে কৃষকরা তাদের পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে কিছু আয় করতে পারেন সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রদর্শণী, প্রযুক্তি ও পরামর্শ দেয়া হচ্ছে। এতে সাধারন মানুষের পুষ্টিচাহিদা পূরণ সহজ হবে, ভোক্তারাও নিরাপদ সবজি ও ফলমূল পাবেন।
শৈলকুপায় দফায় দফায় প্রতিপক্ষের বাড়ীঘরে চলছে হামলা ভাংচুর লুটপাট,আহত ২০
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের শমসের শাহ, রফিক উদ্দিন, শফি উদ্দিন, আনজার শাহ ও সারেজান নেছাসহ ২০ জন। স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিন ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে ও সন্ধ্যায় নজরুল ইসলামের সমর্থকরা নাসির উদ্দিনের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে অন্তত ৮ টি বাড়ি-ঘর ভাংচুর করে। তাদের হামলায় আহত হয় নারীসহ অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একটি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন সামাজিক দলের বিরোধ চরম আকার ধারণ করেছে। আর এই সামাজিক দলগুলো মুলত সরকারী দলের ছত্রছায়ায় বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনায় ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহ :: ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন, শাহজাহান আলী, লোকমান হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউল ইসলাম ফিরোজ, মিজানুর রহমান সুজন, আরিফুল ইসলাম আনন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে আব্দুর রহিম হত্যাকারী আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে পদত্যাগ দাবী করেন।