শিরোনাম:
●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ ●   দুবাইয়ে সংবর্ধিত হলেন জিয়া উদ্দিন ●   বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছেনা : সাইফুল হক ●   মিরসরাইয়ে ১৯ তম বিজ্লী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ●   রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি ●   আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫ ●   রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা ●   হালদা নদীতে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস
রাঙামাটি, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাগান্না ইউপির উদ্যোক্তা মাসুদুর এর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাগান্না ইউপির উদ্যোক্তা মাসুদুর এর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
শনিবার ● ৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাগান্না ইউপির উদ্যোক্তা মাসুদুর এর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুদুর রহমান এর বিরুদ্ধে ইউনিয়নে সেবা গ্রহন করতে আসা মানুষের সাথে প্রায়ই দুর্ব্যবহার, বাকবিতন্ডা, অতিরিক্ত অর্থ আদায় এমনকি মারামারির মত ঘটনার অভিযোগ পাওয়া যায়। অনেক সেবা গ্রাহক হয়রানি এড়ানোর ভয়ে এসব বিষয়ে কোন জায়গায় কোন অভিযোগ করতে চান না। ভুক্তভোগি গ্রাহকরা জানান, জন্ম নিবন্ধন নিয়ে সপ্তাহের পর সপ্তাহ তার পর আবার ভুল সংশোধনি হলে আরও বেগ পেতে হয়। অতিরিক্ত টাকা দিলে তাদের কাজ আগে হয়ে যায়। তাছাড়া এক একটি নিবন্ধনে ২০০ থেকে ৫০০টাকা এমনকি ১হাজার টাকাও খরচ হয়ে যায়। তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য ভাতার কার্ড নিয়েও ভুগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত জনগণকে। ইউনিয়ন পরিষদে বসেই করেন পাসপোর্ট অফিসের দালালি। স্থানীয়দের কাছে পাসপোর্টের ফরম পূরণ থেকে পাসপোর্ট করিয়ে দেওয়া বাবদ অতিরিক্ত টাকা হাতিয়ে নেন এই মাসুদুর রহমান। এর আগেও একাধিকবার এর বিরুদ্ধে লেখালেখি হয়েছে কিন্তু ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেন নি। এই মাসুদুর রহমান স্থানীয় জামায়াত শিবির দ্বারা নিয়ন্ত্রিত এবং সাবেক বিএনপি’র চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুনের নিয়োগ প্রাপ্ত বিএনপি’র চর। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ঘৃনা করে এবং তাদের সাথে প্রায়ই খারাপ আচরণ করে যাতেকরে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের দুর্নাম হয়। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাকের এক লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২আগস্ট ১০টাকা কেজি দরের একটি চাউলের কার্ড করতে এলে তার সাথে চরম দুর্ব্যবহার করে, এমনকি বাকবিতন্ডার এক পর্যায়ে উদ্যোক্তা মাসুদের হাতে থাকা কাঁচি দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত করে। এসময় তার সাথে মাসুদের সহকর্মীরাও চড়াও হয়ে কিলঘুষি মারে এতে লোকটি আহত হয়ে পড়ে। বিষয়টি সুষ্ঠু বিচারের জন্য এবং চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। এবিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন আমি বিষয়টি শুনেছি তাদের মধ্যে হাতাহাতি হয়েছে দুই একদিনের মধ্যে ইউনিয়ন পরিষদে বসে বিষয়টি শুরাহা করব।

মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু
ঝিনাইদহ :: পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে জিম (১৪) ও সাব্বির (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় কপোতাক্ষ নদ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। শিশু জিম মহেশপুর শহরের হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে। অন্যদিকে সাব্বির হোসেন একই পাড়ার রহমত আলীর ছেলে। মহেশপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সোবাহান হাওলাদার জানান, শুক্রবার দুপুরে জিম ও সাব্বির মহেশপুরের কপোতাক্ষ নদে গোসল করতে নামে। গোসলে নেমে তারা ছোট্র একটি ডিঙ্গি নৌকায় চড়তে যায়। নৌকাটি উল্টে তাদের গায়ের উপর পড়ে। তিনি আরো জানান, এ সময় সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে জানালে আত্মীয় স্বজনরা কপোতাক্ষ নদে খোঁজ করতে থাকে। খবর পেয়ে বিকাল ৩টার দিকে মহেশপুর দমকল বাহিনীর সদস্যরা নদের পাড়ে শিশুদের সেন্ডেল দেখে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে জিম ও সাব্বিরের মৃতদেহ একটি ডিঙ্গি নৌকার নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করে। এদিকে মহেশপুর হাসপাতাল পাড়ার দুই শিশুর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জিম ও সাব্বিরের স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সহপাঠীরাও ডুকরে ডুকরে কাঁদছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কিভাবে শিশু দুইটির সলিল সমাধি ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবতীর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে বৈশাখি খাতুন (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট,২২) উপজেলার ভবানীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। বৈশাখি ভবানীপুর গ্রামের বাবুল মালিতার মেয়ে। কর্তবত্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে রক্তশূন্য হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকালে নিজ ঘরে বৈদ্যতিক সুইচ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তবত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি আরো জানান।

প্রতিবেশীকে শায়েস্তা করতে মহেশপুরে বিষ প্রয়োগ করে ৩২টি হাঁস মেরে প্রতিশোধ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে প্রতিবেশীকে বিভিন্ন সময় দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে তাতে কাজ না হওয়ার কারনে তাকে শায়েস্তা করতে এবার ৩২টি হাঁস ধানের সাথে বিষদিয়ে মেরে প্রতিশোধ নিলেন আলাউদ্দীন। হাঁস মেরেও ক্ষ্যান্ত হয়নি আলাউদ্দীন। এবার হাঁসের মালিক প্রতিবেশী তারমিনাকে কোপানোর হুমকি শুরু করে দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভাবদিয়া গ্রামে। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, ভাবদিয়া গ্রামের তারমিনা বেগমের সাথে প্রতিবেশী আলাউদ্দীনের মধ্যে বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছে। বিভিন্ন সময় আলাউদ্দীন প্রতিবেশী তারমিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দা দিয়ে কোপানোর ভয় দেখিয়ে আসছে। শুক্রবার সকালে তারমিনা বেগম তার হাঁস গুলো ছেড়ে দিলে প্রতিবেশী আলাউদ্দীন ধানের সাথে বিষ দিয়ে তারমিনা বেগমের ৩২টি হাঁস মেরে ফেলে। এ ঘটনায় তারমিনা বেগম বাদি হয়ে আলাউদ্দীকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হায়াত আলী জানান, অভিযোগটি হাতে পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মহেশপুরে মানবপাচার মামলায় ইউপি সদস্য আটক
ঝিনাইদহ :: মানবপাচার মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আহমেদ মিলনকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহেশপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানভীর উজ্জলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে এবং নাটিমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানান, তানভীর আহমেদ মিলনের দুবাই প্রবাসী বোন জোসনার সাথে যোগসাজসে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কিছু মানুষকে দুবাই পাঠালেও কোন কাজ দিতে পারেনি। ফলে প্রবাসে মানবেতর জীবনযাপন করে সর্বশ হারিয়ে দেশে ফিরে আসে তারা। এভাবেই একাধিক মানুষের সাথে প্রতারণ করেন মিলন। গত ২আগস্ট প্রতারিত এক ব্যক্তি দেশে ফিরে মহেশপুর থানায় তানভীর আহম্মেদ মিলনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার জানান, মানবপাচার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্থানীয় ভাবে তানভীর আহমেদ মিলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। আপাতত এর বেশি কিছু বলতে চাচ্ছি না। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, মানবপাচার মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)