শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলতাফ প্রামানিক (৪৫) উপজেলার ভবানীপুর গ্রামের মৃত জহির প্রামানিকের ছেলে।
শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আটককৃত আলতাব প্রামানিক গাঁজা বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এসময় দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামে আলতাফ নামে কারবারি গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হই। এবং শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আত্রাইয়ে শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন। এরপর আত্রাই থানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান একে একে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সরকারের বিভিন্ন দফতরের প্রধান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক।