রবিবার ● ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে রহিম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
গাবতলীতে রহিম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের আব্দুর রহিম (৩২) হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পাঁচকাতুলী বাইপাস সড়কে (তবুর গাছতলা) শত শত নারী-পুরুষ, বৃদ্ধা-বৃদ্ধ ও শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম, বড় ছেলে রাশেদ (৯), ছোট ছেলে সিজান (৫), বড়বোন সূর্য ভান, চাচাতো ভাই লাল মোহাম্মাদ, স্থানীয়দের মধ্যে সাহাদত হোসেন, সুলতানা বেগম, আনু মিয়া, ঠান্ডু মিয়া, মোফা, দুলু মিয়া ও এনামুল হক। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রহিমের খুনিদের মধ্যে ১জনকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামীরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই খুনিদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। নিহত রহিমের স্ত্রী ফজিলা বলেন, ২টি অবুঝ সন্তান নিয়ে খুব কষ্টে আছি। খুনিরা প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এই অবুঝ দুটি সন্তানকে যারা পিতৃহারা করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানাচ্ছি। নিহত রহিমের অবুঝ ২টি সন্তানরাও পিতার হত্যাকারীদের বিচার চান।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী চরপাড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী ফজিলা বেগম রাত ৮টায় স্থানীয় মাদার তলা বাজার নামক স্থানে পায়ে হেটে যাওয়ার পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে
৩/৪জন অজ্ঞাতসহ উল্লেখিত আসামীগন তাদের পথরোধ করে ও আব্দুর রহিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আব্দুর রহিম ও তার স্ত্রী ফজিলা প্রতিবাদ করলে মামলার ১নং আসামী আরিফুল ইসলাম রাঙ্গা (৩৮) হুকুম দেয় সালাকে জীবনে শেষ করে দে। হুকুম পাওয়ার পর পরই ৩নং আসামী অহেদ আলী (২৮) তার হাতে থাকা লোহার রড মিয়ে এলোপাতারীভাবে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। এরপর অহেদ আলী মাথার পিছনে ছুরিকাঘাত করে রক্তাক্ত যখম করে এবং ২নং আসামী মাসুদ (২৪) রহিমের শ্বাস নালীতে ছুরিকাঘাত করে গুরুত্বরভাবে রক্তাক্ত যখম করে এবং অন্যান্যরা রহিমের মৃত্যু নিশ্চিত করতে মারপিট করে। এসময় রহিমের স্ত্রী ফজিলা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আহত আব্দুর রহিমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় আব্দুর রহিম মৃত্যু বরণ করে। গত ২৭ জুলাই হত্যার ঘটনায় ভিকটিমের স্ত্রী ফজিলা বেগম বাদী হয়ে গাবতলী থানায় ১০জনের নাম উল্লেখসহ ৩/৪জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
গাবতলীতে মাহবুব খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রী ডায়বেটিস পরিক্ষা
বগুড়া :: সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পি কর্মসুচির উদ্বোধন করেন গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর। আরও উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউর রহমান সোহেল, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বিএনপি নেতা আব্দুস ছামাদ আজাদ বিশু, মোতালেব হোসেন মতো, রাজা মন্ডল, মমিনুল হক দিপু, মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ ঠান্ডু, সোনারায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য স্বপন মন্ডল, নাড়–য়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদ সরকার সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, রেজা আহম্মেদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কাগইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাসুম, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দুলাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান রকি, কাগইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রিপন মিয়া, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব রবিউল ইসলাম, নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব স্বপন ইসলাম, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাসেদুল ইসলাম রাসেদ, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বির, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ, নাড়–যামালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক, রামেশ্বরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান প্রমূখ। দিনব্যাপী উক্ত ক্যাম্পে ৩০০জন মানুষকে বিনামূল্য ডায়বেটিস পরিক্ষা করা হয়েছে এবং ২৫০ জন মানুষকে রক্তের গ্রুপ পরিক্ষা করানো হয়।
মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগবাড়ীতে দোয়া মাহফিল
বগুড়া :: সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বগুড়া গাবতলীর নশিপুরের বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে
দোয়া মোনাজাতে অংশ নেন নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা, সাধারন সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুক, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, বিএনপির নেতা জিয়াউর রহমান টুটুল তালুকদার, নজরুল, ইউনুছ, বারী, আরফান, হাফিজার, আমজাদ, মিন্টু, মোখলেছার, মান্নান, খোরশেদ, মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মশিউর রহমান সুমন, নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবায়ক মমিনুল হাসান মমিন, বালিয়াদিঘী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌরাত হোসেন পাইলট, যুবদল নেতা আরফাত, হেলাল, গোহাগ, আল আমিন, থানা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রঞ্জু মিয়া, ছাত্রদল নেতা সনি, সাইফুল, সেলিম, রাব্বী, শাহেদ, সাগর, সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নিহাত আনোয়ার বাদল, স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতা কামরুল, পেস্তা, আরিফুল, শ্রমিকদল নেতা মোতালেব, সাহেব আলী, নুর আলম প্রমূখ।