সোমবার ● ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » লামাকাজীতে ভোটার তালিকা হালনাগাদ উদ্ভোধন
লামাকাজীতে ভোটার তালিকা হালনাগাদ উদ্ভোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে (জাতীয় পরিচয় পত্র) ভোটার তালিকা হাল নাগাদের কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।
রবিবার ৭ আগস্ট সকালে লামাকাজী ইউনিয়ন পরিষদে হলরুমে হাল নাগাদের শুভ উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
এসময় উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান- ১ এনামুল হক এনাম, থানার এসআই অমিত সিং, উপজেলা নির্বাচনের ডাটা এন্টি অপারেটর জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো. চমক আলী, আফজল হোসেন, গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জাকারিয়া মানিক, ডাটা এন্টি অপারেটর কাওছার আহমদ প্রমুখ।
জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বিশ্বনাথ থানার জয়ন্ত সরকার
বিশ্বনাথ :: সিলেট জেলা পুলিশের অভিন্ন মানদন্ড বিচারে ২০২২ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত সরকার।
ভারতীয় পণ্যের চোরাচালান, চুরি হওয়া সিএনজি উদ্ধার ও সাজা ওয়ারেন্ট তামিলের জন্য এ পুরস্কার লাভ করেন তিনি। রবিবার ( ৭আগস্ট) কল্যাণ সভায় এসআই জয়ন্ত সরকার পুরস্কার গ্রহন করেন।
আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফরিদ উদ্দিন পিপিএম। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পুরস্কারপ্রাপ্ত বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার বলেন, কাজের স্বীকৃতি পেলে কাজ করতে উৎসাহ বাড়ে। তিনি আজীবন সততা ও নিষ্ঠার সাথে দেশ ও মানুষের সেবা করে যাবেন বলে জানান।