সোমবার ● ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » গুনীজন » বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ কুন্ডু আর নেই
বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ কুন্ডু আর নেই
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ চন্দ্র কুন্ডু (৯২) পরলোক গমন করেছেন।
গতকল রবিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সন্ধ্যার দিকে মৃতদেহটি তাঁর নিজ বাস ভবন, পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়গলীতে আনা হলে, উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান সরূপ গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির সহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ, ঘোড়াঘাট উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র, রুস্তম, রমেশ চন্দ্র, পরিবারের আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে রাত ১০ টায় উপজেলার ত্রিমোহনী ঘাট মহা কালির শশ্মান মন্দিরে এই সূর্য সন্তানের সৎকার সম্পন্ন করা হয়।
ডা. কমলেশ চন্দ্র কুন্ডু বিভিন্ন ধরণের সেবামূলক সামাজিক কার্যক্রমে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন সময়ে মুজিবনগর সরকার কতৃক তাকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সুবাদে তিনি অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
ডা. কমলেশ চন্দ্র কুন্ডু মারা যাওয়ার পূর্বে দীর্ঘ দিন যাবত বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ চন্দ্র কুন্ডুর সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টাল এর মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলনের সহধর্মীনি শুভ্রা রানী বড়ুয়ার কাকা।
বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ চন্দ্র কুন্ডুর মৃত্যুতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার শোকাহত।
ঘোড়াঘাটে আওয়ামী লীগের বুলাকীপুর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্মিত কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
রোববার বিকালে উপজেলার বলগাড়ী বাজারে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আনাম ও মার্তিয়াস মার্ডী, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাফিকুল ইসলাম শাফি প্রমুখ।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।