মঙ্গলবার ● ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বেগম ফজিলতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
নবীগঞ্জে বেগম ফজিলতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলায় প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন উপলক্ষ্যে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার ৮ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে গণভবণ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ,মহিল ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,পজিপ কর্মকর্তা সাকিল আহমেদ সেন্টু,দিনাজপুর কলেজের অধ্যক্ষ অনুজ রায় প্রমূখ।আলোচনা সভা শেষে ১০জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও উপকার ভোগিদের মাঝে প্রশিক্ষণের চেক করা হয়।
নবীগঞ্জে উপজেলা পরিষদের উদ্যােগ বীর মুক্তিযোদ্ধা মেজর সুরঞ্জন দাস ও তাঁর সহধর্মিণীর স্মরণে শোক বই উদ্বোধন
নবীগঞ্জ :: বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিংবদন্তি, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, অধুনালুপ্ত দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক, নবীগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) সুরঞ্জন দাস ও তাঁর সহধর্মিণী সুপর্ণা দাস’র আকষ্মিক মৃত্যুতে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় এবং শোক ও শ্রদ্ধা নিবেদনের জন্য ৮ আগষ্ট সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শোকবই খোলা হয়েছে। যা আগামী ১৪ আগষ্ট পর্যন্ত চলবে । এতে শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনদের শোকবইতে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য ও স্বাক্ষর প্রদান করবেন। নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর পরিচালনায় শোক বই শুরুরকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম,, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদুজ্জমান রশিদ, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রায়, বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুনীল গোপ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন,ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু,উপজেলা যুবলীগের যুগ্মা আহবায়ক লোকমান আহমদ খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব,দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, কীর্তিনারায়ণ কলেজের অধ্যক্ষ টিটু দাশ,উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাশ,
, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,প্রধান
শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মৃনাল কান্তি দাশ, প্রভাষক মলয় দাশ, কীর্তিনারায়ণ কলেজের প্রদর্শক ফাহিমা আক্তার নিশি, সাংবাদিক সাগর মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান জায়েদ আহমেদ প্রমুখ। শোকবই উদ্বোধনের পূর্বে তাঁদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নাগরিক শোকসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।