বুধবার ● ১০ আগস্ট ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
ঘোড়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধি :: আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ অ-আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে তোলার লক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ৯ আগস্ট দুপুরে ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর পারগানা হাউস এ উপজেলা আদিবাসী ফেডারেশন এর আয়োজনে ও নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনডিএফ এর সহযোগিতায় এ উপলক্ষে এক রালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি লুইস মুর্মুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেবাস্টিয়ান হেমরম, লিগাল প্রমোটর এনডিএফ এর উপজেলা ম্যানেজার এস এম মাসুদুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শংকর বাস্কে, লেলনিনা মিঞ্জ, জামলাল রবিদাস, মাথিয়াস মার্ডি, প্রমিলা কর্মকার, পূর্ণিমা কর্মকার, কামরুল ইসলাম, দিবাকর রায়, যোহন কিসকু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আদিবাসী ফেডারেশন এর সম্পাদক সনাতন মার্ডি।