বুধবার ● ১০ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন সম্পাদক সাঈদ
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন সম্পাদক সাঈদ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলো সংবাদদাতা সাঈদ চৌধুরী। এতে সহ-সভাপতি হিসেবে চুয়েটনিউজ২৪.কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক অধিকার প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারি অফিস সম্পাদক হিসেবে চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি জেরিন সুলতানা শাওন এবং সহকারি অর্থ সম্পাদক হিসেবে চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি তানভির আহম্মেদ চৌধুরী নির্বাচিত হয়। এ উপলক্ষ্যে ৮ই আগস্ট সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মো. কামরুজ্জামান রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গবেষণা ও সম্প্রাসরণ দপ্তরের পরিচালক ও শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। চুয়েট সাংবাদিক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানার যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক এটিএম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম, চুয়েট সাংবাদিক সমিতির ২০০৪-০৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন এবং ২০০৬-০৭ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির পতাকা উন্মোচন, বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ও নবাগত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শোকাবহ ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিবরবতা পালন করা হয়।