মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিছিয়ে গেল আলীকদমের ইউপি নির্বাচন
পিছিয়ে গেল আলীকদমের ইউপি নির্বাচন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:: বান্দরবান জেলার সাতটি উপজেলার মধ্যে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন পিছিয়ে গেছে ৷ নির্বাচন কমিশন কতৃক ঘোষনাকৃত তফসীল অনুযায়ী ৩য় দফায় উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছেনা বলে নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন ৷ জানতে চাইলে তিনি এ প্রতিবেদকবে জানান, দুটি ইউনিয়ন নিয়ে গঠিত আলীকদম উপজেলাকে বর্তমান সরকার চারটি ইউনিয়নে উনি্নত করেছে ৷ এ চারটি ইউনিয়নের মধ্যে সীমানা পূনর্বিন্যাস করতে হচ্ছে ৷ সীমানা পূনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন আপাতত হচ্ছেনা ৷ এছাড়াও বিগত ভোটার তালিকা হলনাগাদ কার্যক্রমে ভোটার তালিকায় প্রায় ৪ হাজার ভোটারের ডাটা এ্যান্ট্রিতে তথ্যগত ভুল পাওয়া যায় ৷ তাই পূনরায় ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনে পাঠানো হয়েছে ৷ তিনি আরো বলেন, তালিকা সংশোধন হয়ে আসতে প্রায় ১০-১৫ দিন সময় লাগতে পারে ৷ এতে উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন ৫ম অথবা শেষ দফায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
বান্দরবান জেলার ৭টি উপজেলায় নবসৃষ্ঠ দুটি ইউনিয়নসহ মোট ৩৩ টি ইউনিয়নের মধ্যে ২৯ টি ইউনিয়নে নির্বাচন অনষ্ঠিত হওয়ার কথা থাকলেও চারটি ইউনিয়নের ভোট গ্রহনের তারিখ পিছিয়ে যাওয়ায় অবশিষ্ঠ ২৫ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ গত ২৭ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে ২৫ টি ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছে ১০৩ জন৷ এদের মধ্যে থানচি উপজেলা ৪টি ইউনিয়নে ১৯ জন, রুমা উপজেলায় ৪টি ইউনিয়নে ২১ জন, রোয়াংছড়ি উপজেলায় ৪ টি ইউনিয়নে ১৬ জন, লামা উপজেলার ৭ টি ইউনিয়নে ২৫ জন, নাইৰ্যং ছড়ির ৫টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছে ৫ জন (অপর তিনটি ইউনিয়নের তফসীল এখনো ঘোষনা হয় নাই), এবং বান্দরবান সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ১৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে ৷
এদিকে ৩য় দফা তফসিল ঘোষনার পর থেকে প্রর্থীরা মাঠে নেমে পড়েছেন ৷ কিন্তু নির্বাচন পিছেয়ে যাওয়ায় অনেকেই প্রচারনার ৰেত্রে বিপাকে পড়েছে অনেকেই৷ এছাড়াও যেহেতু এবারই প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু বড় দলগুলো সত্ ও যোগ্য পার্থী মনোনয়নের বিষয়ে দলীয় নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে জনমত জরিপ করে জনপ্রিয় ব্যক্তিদেরকে তুলে আনার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷