মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক-ইভটিজিং মুক্ত সমাজ ও জঙ্গী-সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চাই সংগঠনের সংগঠককে সম্মাননা
মাদক-ইভটিজিং মুক্ত সমাজ ও জঙ্গী-সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চাই সংগঠনের সংগঠককে সম্মাননা
চট্টগ্রাম প্রতিনিধি :: মাদক, ইভটিজিং, জঙ্গী সন্ত্রাস ও অপহরণের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসব্যাপী বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও জাতীয় মানবাধিকার ইউনিটির
কর্মসূচীতে প্রতিদিন অংশগ্রহণ ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মানবাধিকার সংগঠক বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান চৌধুরীকে সংগঠনদ্বয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সোমবার ২৮ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক্যাল মোড়ে জাতীয় মানবাধিকার ইউনিটি ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগরীর যৌথ উদ্যোগে বিকাল ৫ টায় মাদক বিরোধী প্রতিবাদ সভায় জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক মো: কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: জানে আলম সিপন। “মাদক-ইভটিজিং মুক্ত সমাজ ও জঙ্গী-সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চাই” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধক মাদক বিরোধী শক্তি চেয়ারম্যান এস এম কামরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক এম জামাল উদ্দিন। মাস ব্যাপী মাদক বিরোধী কর্মকান্ডে প্রশংসনীয় ভুমিকা রাখায় বিশিষ্ট সমাজ সেবক,মানবাধিকার সংগঠক মিজানুর রহমান চৌধুরীকে সম্মাননা-২০১৬ প্রদান করেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ও জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে এম জামাল উদ্দিন। সম্মাননা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক মো: ফোরকান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম। সম্মাননা প্রদানকালে প্রধান অতিথি বলেন, যুবকদের ভাল কাজের পুরষ্কারস্বরূপ এই সম্মাননা। এ সম্মাননা যুবকদের ভালো কাজে উৎসাহ জোগাবে। বিশেষ সম্মাননা প্রাপ্ত মো: মিজানুর রহমান চৌধুরী
সমাজসেবক প্রয়াত আলহাজ্ব মোজাফ্ফর আহাম্মদ চৌধুরীর পুত্র। মিজানুর রহমান
চৌধুরী ব্যক্তি জীবনে লেখালেখি, সমাজসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক
সংগঠনের সাথে সংশ্লিষ্ট।