মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পাঁচ যাত্রীসহ অটোরিক্সা খাদে
রাউজানে পাঁচ যাত্রীসহ অটোরিক্সা খাদে
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানের কাপ্তাই মহাসড়কে স্কুলে যাওয়ার সময় সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। ওই স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে পাঁচ যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হসপিটালের পাঠিয়েছেন। মঙ্গলবার আজ ১৬ আগস্টা সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে। এই আহত স্কুল ছাত্রীর নাম তানজিনা হামিদ (১৪)। সে ওই ওয়ার্ডের গর্জা- গণির পাড়া গ্রামের প্রবাসী আব্দুল হামিদের মেয়ে এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী। আহত সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রীর নাম পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে স্কুলে যেতে সড়ক পার হচ্ছিল আহত ছাত্রী তানজিনা হামিদ। এসময় চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথাগামী একটি নিবন্ধনহীন অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পাঁচ যাত্রী নিয়ে পাশের খাদে পড়ে যায় অটোরিকশাটি। এসময় যাত্রী ও চালক আহত হন। রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।