রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার : আটক-২
মাটিরাঙ্গায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার : আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১৩লাখ টাকা মুল্যের ২২৮পিস ভারতীয় শাড়ি উদ্ধার ও ২জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ আগষ্ট) সকালের দিকে উপজেলার চেয়ারম্যান পাড়া ও ১০ নম্বর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক ও ভারতীয় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (২৯) ও ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে মো. রাসেল(২৭)।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী ঘটবার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে একটি ঘরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬০পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।