মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » ঢাকা » সয়াবিন তেল, চাল ও সারের আর এক দফা মূল্য বৃদ্ধিতে নিন্দা : বাম জোটের ২৫ আগস্টের হরতালের প্রতি সমর্থন
সয়াবিন তেল, চাল ও সারের আর এক দফা মূল্য বৃদ্ধিতে নিন্দা : বাম জোটের ২৫ আগস্টের হরতালের প্রতি সমর্থন
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সয়াবিনের দাম আবার লিটার প্রতি ৭ টাকা বৃদ্ধি, চালার দামের লাগামহীন উর্ধগতি এবং ইউরিয়া ও পটাস সারের দামের স্বেচ্ছাচারীতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন বাজারের উপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ বলতে কিছু নেই।দেখা যাচ্ছে সরকারের চেয়ে মুনাফাখোর বাজার সিন্ডিকেটের শক্তি ও দৌরাত্ম অনেক বেশী। সরকারের নানা মহলের সাথে অশুভ যোগসাজশের কারণে এরা মানুষের জীবন - জীবিকা নিয়ে যা খুশী তাই করতে পারছে।
তিনি বলেন, সরকার পরিচালনা সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় লুটেরা ও মুনাফাখোরদের সাথে আঁতাত করেই সরকারকে কোনমতে গদি ধরে রাখতে হচ্ছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল খাদ্যপণের দাম যখন নীচের দিকে, দেশে চালের যখন পর্যাপ্ত মজুদ রয়েছে, এসব পণ্যের আমদানি ও সরবরাহ যখন স্বাভাবিক রয়েছে জ্বালানি, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই।তিনি অনতিবিলম্বে এই নৈরাজ্যিক অবস্থার অবসান ঘটানোর দাবি জানান
একই সাথে তিনি তালবাহানা বন্ধ করে অবিলম্বে আন্দোলনরত চা শ্রমিকদের ৩০০ শত টাকা দৈনিক মজুরি নির্ধারণের জন্য সরকার ও মালিকদের প্রতি আহবান জানান।
তিনি জ্বালানি তেলে ও খাদ্যপণ্যের অবিশ্বাস্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট বাম জোটের হরতালের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নৈতিক সমর্থন ব্যক্ত করেন।
তিনি একই দাবিতে আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা সফল করে তুলতেও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।