মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মমিরুল ইসলাম মন্টু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মমিরুল ইসলাম মন্টু উপজেলার চকশিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে উপজেলার চকশিমুলিয়া এলাকায় এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় মমিরুল ইসলাম মন্টুকে চকশিমুলিয়া ব্রিজের উপর থেকে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এক মাদক সেবীর জেল-জরিমানা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মামুন শেখ (৩৫) নামে এক মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচরিক।
রবিবার রাত্রি আনুমানিক সারে সাতটার দিকে উপজেলা সমাজসেবা অফিস সংলগ্ন এলাকায় অভিযানকালে এই দন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
দন্ডপ্রাপ্ত মানুন শেখ উপজেলার শিবপুর গ্রামের দলিল শেখের ছেলে।
জানাযায়, মামুন শেখ দির্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। রোববার সন্ধায় উপজেলা সমাজসেবা অফিস সংলগ্ন এলাকায় সে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক। মাদক সেবন অবস্থায় মামুন শেখকে আটকের পর তৎক্ষনাৎ মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।