শিরোনাম:
●   কাউখালীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্টাতা বার্ষিকী পালন ●   পানছড়িতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ●   ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন ●   বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক ●   তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ ●   সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ ●   আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন ●   অস্থিতিশীলতা সৃষ্টির সকল উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ●   রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত ●   ঘোড়াঘাটে দৈনিক সকালের বাণীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত ●   ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি ●   কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত ●   মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার ●   আত্রাইয়ে নবাগত ইউএনও‘র যোগদান ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত ●   মিরসরাইয়ের ধুমে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ●   কুষ্টিয়াতে আাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ●   ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২ ●   নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ●   সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হবে ●   ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা ●   ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত ২ ●   তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক, সিলেটের শিবগঞ্জে ক্ষুব্ধ গ্রাহকদের তালা ●   খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক ●   বারইয়ারহাট থেকে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানেরও সংস্কার জরুরী ●   তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে ●   রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার
রাঙামাটি, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে টানা ১৬ দিন চা শ্রমিকদের কর্মবিরতি : আজ জানা যাবে কাজে ফিরবেন কি না
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে টানা ১৬ দিন চা শ্রমিকদের কর্মবিরতি : আজ জানা যাবে কাজে ফিরবেন কি না
রবিবার ● ২৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে টানা ১৬ দিন চা শ্রমিকদের কর্মবিরতি : আজ জানা যাবে কাজে ফিরবেন কি না

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: টানা ১৬ দিন চা শ্রমিকদের টানা কর্মবিরতি পালনের পর তাদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ আগস্ট) চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দিয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার বিকেল ৪টার পরপরই গণভবনে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। ১৩ জন বাগানমালিক এ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আহমেদ কায়কাউস এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, সবকিছু আলোচনার পর যেটি হয়েছে- সেটি হলো শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা।

এদিকে, নতুন মজুরি নির্ধারণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ও আজ রবিবার ২৮ আগস্ট থেকে সিলেটের চা শ্রমিকরা কাজে ফিরবেন কি না এ বিষয়ে জানতে চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু চা শ্রমিকরা আন্দোলনের সময় বলেছিলেন- প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেটি তারা মেনে নিবেন। কথা অনুযায়ী তো তাদের কাল থেকেই কাজে ফেরার কথা।

তবে একটু ভিন্ন বক্তব্য দিলেন সিলেটে চলমান আন্দোলনে নেতৃত্ব দানকারী চা শ্রমিক নেতা অজিত রায় ওরফে অজিত বারাইক। তিনি শনিবার চা বাগান মালিকদের সঙ্গে প্রধামন্ত্রীর বৈঠকের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন- নতুন মজুরির বিষয়টি তো জানলাম। কিন্তু কাল সকাল থেকেই আমরা কাজে ফিরবো কি না সেটি এখনই বলতে পারছি না। কাল সকালে আমাদের সিলেটের সকল বাগানের চা শ্রমিকরা বৈঠকে বসবো। বৈঠকে যে সিদ্ধান্ত সে অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ হবে।

উল্লেখ্য, ১২০ থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারা দেশের চা শ্রমিক গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সংকট নিরসনে শ্রম অধিদপ্তরের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও সমাধান আসেনি।

গত ২০ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতর অফিসে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী ও চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেণ পাল বৈঠকে বসেন। তিনপক্ষীয় ওই বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়। বৈঠকে নেতারা এ সিদ্ধান্ত মেনে আসলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে ৩শ’ টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ অবস্থায় ওই দিন রাতে সিলেট ভ্যালির শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক।

বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার আহ্বান জানানো হয় চা শ্রমিক নেতৃবৃন্দের প্রতি। সে আহ্বান মেনেও নেন স্থানীয় চা শ্রমিক নেতারা। কিন্তু সাধারণ চা শ্রমিকরা বেঁকে বসেন এবং সিলেটে পরদিন (২১ আগস্ট) দিনভর কর্মবিরতি পালন অব্যাহত রাখেন।

উদ্ভূত পরিস্থিতিতে ২১ আগস্ট শ্রীমঙ্গলে ফের মৌলভীবাজার জেলা প্রশাসন, শ্রমদপ্তরের প্রতিনিধি ও চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১২০ টাকা মজুরি রেখেই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন চা শ্রমিক নেতারা। কিন্তু এ বৈঠকের পর সাধারণ চা শ্রমিকদের মাঝে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়। পরদিন নেতৃবৃন্দের আহ্বান প্রত্যাখ্যান করে সিলেটে শ্রমিকদের একাংশ কাজে ফেরেন, আর কর্মবিরতি অব্যাহত রাখেন একাংশ।

এ অবস্থায় গত ২১ আগস্ট (রবিবার) রাতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ফের চা শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এ বৈঠকে চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ফের আহ্বান জানানো হলেও সে আহ্বানও প্রত্যাখ্যান করেন বৈঠকে উপস্থিত বিভিন্ন চা শ্রমিক ইউনিট এবং পঞ্চায়েত প্রধানরা। তবে পরদিন (সোমবার) কয়েকটি বাগানের চা শ্রমিক কাজে যোগ দিলেও মঙ্গলবার থেকে ফের সকল শ্রমিক কর্মবিরতি পালন করেন। সেই থেকে শনিবার পর্যন্ত টানা আন্দোলন চলে তাদের।

সংশ্লিষ্টরা বলছেন- এবার ভরা মৌসুমে মজুরি বৃদ্ধির দাবিতে টানা ১৭ দিনের শ্রমিক আন্দোলনের ফলে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে চা-শিল্পে। টানা শ্রমিক আন্দোলনের প্রথম দিকে সব চা-বাগানে উত্তোলন করা কাঁচা চায়ের পাতা প্রক্রিয়াজাত করতে না পারায় পচে ও শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া চা প্ল্যান্টেশন এলাকা থেকে কচি চা-পাতা তুলতে না পারায় সেগুলোও এক থেকে দেড় ফুট লম্বা হয়ে গেছে। এ পাতার গুণগত মান নষ্ট হয়ে যাওয়ায় চায়ের জন্য প্রক্রিয়াজাত করা সম্ভব নয়।

সিলেটে পাওনা টাকার দ্বন্দ্বে আফিয়া খুন : মুন্নিকে গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেট নগরীর উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকায় আফিয়া বেগম সামিহা (৩১) নামের গৃহবধূ খুনের মূল রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।

র্যাব বলছে- আফিয়াকে খুন করেছেন আরেক নারী। তাঁর নাম মোছাম্মৎ মাজেদা খাতুন মুন্নি (২৯)। পাওনা টাকার দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মুন্নিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৩টার দিকে বিষয়টি প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে জানিয়েছে র্যাব-৯।

প্রেস ব্রিফিংয়ের সময় র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আহসান-আল-আলিম জানান, গত ২৩ আগস্ট (মঙ্গলবার) রাত ১১টার দিকে উত্তর বালুচর এলাকার ফোকাস-৩৬৪ নম্বর পাঁচতলা বাসা সিকান্দর মহলের নিচতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে আফিয়া বেগম সামিহা নামের ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটের শাহপরাণ থানায় গত ২৪ আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলা সূত্র ধরে রহস্য উদঘাটনে র্যাব-৯-ও গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে মোছা. মাজেদা খাতুন মুন্নি নামের ওই নারীকে আফিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় ।

পরে গােয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ আভিযান চালিয়ে মুন্নিকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। মুন্নি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সারংপুর গ্রামের আব্দুল গনির মেয়ে।

জিজ্ঞাসাবাদে মুন্নি র্যাবকে জানায়- আফিয়ার সঙ্গে তার টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিলো। আফিয়ার বাসায় মাজেদা সাবলেট থাকতাে। কিন্তু বেশিরভাগ দিন মাজেদা বাসায় অবস্থান করতাে না। আফিয়ার নিকট মাজেদা বিভিন্ন সময় টাকা-পয়সা গচ্ছিত রাখতাে। একপর্যায়ে মাজেদার পাওনা টাকা আফিয়া দিতে অস্বীকার করে। ফলে আফিয়ার উপর ক্ষিপ্ত হয় মাজেদা এবং আফিয়াকে হত্যার পরিকল্পনা করে।

ঘটনার দুইদিন আগে (১৮ আগস্ট) আফিয়ার বাসায় আসে মাজেদা। ঘটনার দিন (২০ আগস্ট) রাত ১০টার দিকে আফিয়া ও মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। পরে ২১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে অকস্মাৎ মাজেদা রান্নাঘর থেকে শীল (পাটার শীল) নিয়ে এসে আফিয়ার মাথার বাম পাশে সজোরে পরপর ২টি আঘাত করে।

আঘাতের ফলে তৎক্ষণাৎ আফিয়া বিছানায় লুটিয়ে পড়ে। পরে ২২ আগস্ট ভাের আনুমানিক ৬টার দিকে মাজেদা ওই বাসা থেকে বের হয়ে একটি রিকশা ভাড়া করে নিয়ে আসে এবং বাসার দরজা বাহির থেকে তালা মেরে সে তার মালামাল ও আফিয়ার মােবাইল ফোন নিয়ে বানিয়াচংয়ে নিজ বাড়িতে চলে যায়। কিন্তু এ ঘটনায় আশ্চর্যজনকভাবে বাসায় আটকা পড়া আফিয়ার শিশুকন্যা বেঁচে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিশ্বনাথে দুই রেস্টুরেন্টেকে জরিমানা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে জেলা প্রশাসকের ব্যবসা সংত্রান্ত নিবন্ধন সনদ না থাকায় দুই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচানার মাধ্যমে পৌর শহরের ভোজন ঘর রেস্টুরেন্ট ও প্রাণসী রেস্টুরেন্টকে এই জরিমনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। পাশাপাশি রেস্টুরেন্টের রান্নাঘরসহ পুরো প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, রেস্টুরেন্ট ব্যবসার নিবন্ধন সনদ না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী ওই দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ।

বিশ্বনাথ প্রেসক্লাব থেকে সাংবাদিক রোহেল উদ্দিন বহিষ্কার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রোহেল উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সোহেল। এর আগে শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বহিষ্কারের পর থেকে রোহেল উদ্দিনের যে কোন ধরনের অপকর্মের জন্য বিশ্বনাথ প্রেসক্লাব দায়ী নয়। এরপর থেকে তিনি প্রেসক্লাবের পরিচয় বা সাবেক পরিচয়ও দিতে পারবেন না। অন্যতায় প্রেসক্লাব তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে। এছাড়া তার সাথে যে কোনো ধরনের সাংগঠনিক বিষয়াদি নিয়ে যোগাযোগ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন তারা।

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সহ-সভাপতি কামাল মুন্না, যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, বদরুল ইসলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটে ঘুমের স্ট্যাটাস দিয়ে ১৫ ঘন্টা পর চিরঘুমে ছাত্রদল নেতা

বিশ্বনাথ :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুর্শেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

মাজহারুল ইসলাম মুর্শেদ সিলেটের এমসি কলেজে পড়াশোনা করতেন বলে জানা গেছে। তিনি নগরীর মজুমদারি কোনাপাড়ার বাসিন্দা।

এছাড়াও সিলেট মহানগর যুবদলের আসন্ন সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে, মারা যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুম নিয়ে একটি স্ট্যটাস দেন মুর্শেদ।সেই স্ট্যাটাসের ১৫ঘন্টা পর চিরঘুমে চলে গেলেন তিনি।

স্ট্যাটাসটি হলো- ‘ঘুমিয়ে কেন জীবন কাটাস? কইল ঋষি স্বপ্নে মোর, ‘আনন্দ গুল প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর? ঘুম মৃত্যুর যময ভ্রাতা, তার সাথে ভাব করিসনে, ঘুম দিতে ঢের পাবি সময় কররে তর জনম ভোর।কাজী নজরুল ইসলাম

এদিকে, মাজহারুল ইসলাম মুর্শেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু-বান্ধব,পাড়া প্রতিবেশীদের মাঝে।

বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুর রহমান খালেদ শোকজ

বিশ্বনাথ :: বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ-কে শোকজ করেছে দলটি। শনিবার (২৭ আগস্ট) তাকে শোকজ করা হয়। শোকজের জবাব দিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বসির আহমদ জানান, ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুর রহমান খালেদের ফেসবুকে ভিডিও বার্তায় মিথ্যা তথ্য প্রকাশ করেছেন। যা দলের জন্য শুভনীয় নয়, দলীয় গঠনতন্ত্রপরিপন্ত্রী।

বিশ্বনাথে বিএনপি নেতা মনির হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন ইন্তেকাল করেছেন। শনিবার (২৭ আগস্ট) তিনি নিজ বাড়ীতে দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আছর মরহুমের জানাযার নামাজ হরিকলস গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা করিম উদ্দিন ও দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ।
জানাযা শেষে হরিকলস্থ পারিবারিক কবরস্থানে মনির হোসেনের দাফন সম্পন্ন হয়।

রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীর পরিচালনায় জানাযার নামাজের পূর্বে মনির হোসেনের কর্ম জীবন নিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, মরহুমের চাচাত ভাই আব্দুল হামিদ।

মরহুমের জানাযার নামাজে বিভিন্ন দলের রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক
তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ
রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত
মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার
নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হবে সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হবে
ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক, সিলেটের শিবগঞ্জে ক্ষুব্ধ গ্রাহকদের তালা তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক, সিলেটের শিবগঞ্জে ক্ষুব্ধ গ্রাহকদের তালা
খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক
গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানেরও  সংস্কার জরুরী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানেরও সংস্কার জরুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)