রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সাবেক কর্মী অপহৃত
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সাবেক কর্মী অপহৃত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার সিন্দুকছড়ি বাজার থেকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র সাবেক কর্মী সুদীপ্ত ত্রিপুরাকে(৩৫) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার(২৫ আগস্ট) রাতে এ অপহরণ ঘটনা ঘটে।
অপহৃতের বাড়ি সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল সিন্দুকছড়ি বাজারের নিজ ফার্নিচার দোকান থেকে সুদীপ্ত ত্রিপুরাকে অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায়।
ইউপিডিএফ সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে সুদীপ্ত ত্রিপরা ইউপিডিএফ থেকে অব্যাহতি নেন। এরপর তিনি সিন্দুকছড়ি বাজারে ছোটখাট একটি ফার্নিচার দোকান দিয়ে কোনরকম জীবিকা নির্বাহ করে আসছেন।
সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা জানান, রাতে তিন জন লোক সুদীপ্ত ত্রিপরাকে সিএনজিতে তুলে নিয়ে গেছে শুনেছেন। তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করা হয়েছে।
গুইমারা থানার এস আই সাখাওয়াত জানান, সুদীপ্ত ত্রিপুরা অপহরণে গুইমারা থানায় একটা অভিযোগ হয়েছে।
গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে পুলিশের একটা টিম ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে পুলিশী কার্যক্রম চলছে।
খাগড়াছড়িতে মাহিন্দ্র থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুমা আক্তার(২২) নামের এক নারী নিহত হয়েছেন। ভাগ্যক্রমে ১২মাস বয়সী কন্যা শিশু বেঁচে গেছে।
শুক্রবার(২৬ আগস্ট) সকাল ৯টার দিকে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুমা আক্তার মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সে নোয়াখালীর সেনবাগের মো. আব্দুল্লাহর স্ত্রী। দাদীর কুলখানী শেষে সে নোয়াখালীর সেনবাগে শ্বশুরবাড়ি ফিরছিল।
স্থানীয়রা জানায়, নিহত ওই নারী বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মোড়ে মাহিন্দ্রা থেকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাকের(ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে।
আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে।
খাগড়াছড়িতে নবাগত এসপি’র সাংবাদিকদের সাথে মতবিনিময়
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম’র যোগদান উপলক্ষে
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৫ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়, তিনি বলেন, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সব সময় কর্ম দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও ভুল তথ্য বিভ্রান্তী ছড়ায় উল্লেখ করে যাছাই-বাছাই করে সঠিক সংবাদ উপস্থাপনে আন্তরিক ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।
বাংলাদেশ পুলিশ জনগণের সেবা ও অপরাধ দমনে বদ্ধপরিকর। চলমান সকল বিষয়ে অফিসারদের দক্ষতার সাথে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তার মাধ্যমে পুলিশ-সাংবাদিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি দীর্ঘ কর্মজীবনের চিত্র তুলে ধরে খাগড়াছড়িতে অপরাধ নির্মূল করে জনগণের প্রত্যাশিত শান্তি বজায় রাখতে কাজ করে যাবেন বলে জানা নবাগত পুলিশ সুপার।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, এইচ,এম এরশাদ, জেলায় কর্মরত পেশাজীবি সাংবাদিকরা এতে অংশ নেন।
এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইওয়ান মো. আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে
ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।