রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
মিরসরাই প্রতিনিধি :: জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে মিরসরাই উপজেলা ও পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা বিএনপিও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া এলাকায় মিছিল শেষে মহাসড়কের বাইপাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মুছা মিয়া চেয়ারম্যান, শাহিনুল ইসলাম স্বপন, নুরুল আলম মেম্বার, আজিজুল হক মেম্বার, মাসুকুল আলম সোহান, মেজবাউল হক মানিক, জহির উদ্দিন বাবলু, নজরুল ইসলাম লিটন, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, নাজমুল হক সোহাগ, এয়াছিন মিজান, শামছুদ্দৌহা মামুন, গোলাম জাকারিয়া, ওমর ফারুক, কামরান সরোয়ার্দী, মোস্তফা চৌধুরী, ইমাম উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুল আবছার মিয়াজী, কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, আরিফ মাঈনুদ্দিন, শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, আবু দাউদ, ইনজামামুল হক, নাজিম উদ্দিন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এই অবৈধ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। সবকিছুর দাম বাড়িয়ে সাধারণ জনগনকে ধুঁকে ধুঁকে মারছে। আর ঘরে বসে থাকার সময় নেই, সকলকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই প্যাসিস সরকারের কবল থেকে জনগনকে উদ্ধার করতে হবে।
মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
মিরসরাই :: মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম নয়ন (১৮) নামে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে দশটার দিকে বারইয়ারহাট টু খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের হিঙ্গুলী নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নয়ন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আমিনের বাড়ির নুরুল আমিনের কনিষ্ঠ পুত্র ও নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিলো।
নিহত নয়নের জেঠাত ভাই জহিরুল ইসলাম রানা জানান, আমার চাচাতো ভাই নয়ন তার নানীর জন্য বারইয়ারহাট বাজার থেকে ঔষধ নিয়ে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে সকাল সাড়ে দশটার দিকে নিমতলা এলাকায় পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে আবার সেই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। তার মাথা সম্পূর্ণ থেঁতলে যায়, যার কারণে তাকে কোন হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতি ছিলো না।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, বারইয়ারহাট থেকে করেরহাট গামী দ্রুত গতির একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৯০৫) বাইসাইকেল আরোহী নয়ন’কে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনরকম মামলা না করায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকের চালক’কে আটকের চেষ্টা চলছে, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
মিরসরাই :: মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নুরুল আলম (৬০) নামে ব্যাটারী চালিত অটোরিকশা চালকের।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম মিরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তারের পুরাতন বাড়ির মৃত আমির বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ফেনী থেকে চট্টগ্রাম গামী স্টারলাইন পরিহবহনের একটি দ্রতগামী বাস অটোরিকশা’কে ধাক্কা দিলে অটোরিকশা সহ সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এতে অটোরিকশা’টি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: আব্দুল্লাহ বলেন, বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন।