রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২৪ তারিখ বুধবার বিকেলে থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ডা. এম. এ মান্নানকে আহবায়ক ও কে এম শাহীন রেজাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সকল সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আরো রয়েছেন, যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার সীমা, আব্দুল আলিম ও সোহেল পারভেজ। সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য হিসেবে আছেন, নুর আলম শেখ মিলন, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, নাসিম আহমেদ, জুয়েল রানা, সলেমান শাহ ও রাব্বি আহমেদ। উক্ত আহ্বায়ক কমিটির আহবায়ক ডা, এম, এ মান্নান বলেন, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হলো, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। যুগ্ন আহবায়ক নুরুন্নাহার সীমা বলেন, কুষ্টিয়া শহরে দুটি প্রেস ক্লাব আছে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। আমরা কারোর কোন শত্রু হতে চাই না। যুগ্ন আহবায়ক সোহেল পারভেজ বলেন, আমরা পরিচ্ছন্ন সংবাদ কর্মী হিসেবে সকলকে দেখতে চাই, কোন প্রকার দলাদলি যেন এই প্রেসক্লাবে না ঘটে এটাই আমার চাওয়া পাওয়া। সদস্য সচিব কে এম শাহীন রেজা বলেন, বাংলাদেশ ক্লাবটি সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। আপনাদের প্রতি একটাই দাবি সেটি হল, সততা ও আদর্শ নিয়ে মাঠে কাজ করে যেতে হবে। সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে দেশ ও জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। সেই সাথে কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মতে আপনারা কাজ করবেন এবং ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ সমাপ্ত করেন আজকের অনুষ্ঠানের সভাপতি আহ্বায়ক ডা. এম এ মান্নান।
প্রবাসী জয় নেহালের সংবর্ধনা
কুষ্টিয়া :: আমেরিকা প্রবাসী মানবতার সেবক ও মানবতার ফেরিওয়ালা বলেই কুষ্টিয়াবাসী তাকে চেনে এবং জানে। কুষ্টিয়ায় আসার আগ মুহূর্তে জয় নেহাল তার পরিবারের কাছ বিদায়ের সময় তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন ‘রক্তের সম্পর্কের মানুষকে রেখে আত্মার সম্পর্কের মানুষের কাছে চললাম’। মানবতার সেবক বলে কেন তাকে আজ এই নামে চেনে ? কারণ তিনি দীর্ঘ এক যুগ ধরে কুষ্টিয়ার গরিব দুঃখী মানুষ, বিভিন্ন সংগঠন, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সর্বস্তরে তার দনের হাত প্রসারিত করে সহযোগিতা করে যাচ্ছেন। এই সেই মানবতার ফেরিওয়ালাকে ‘জয় নেহাল সংবর্ধনা কমিটি’ আজ তার সম্মানার আয়োজন করেছেন। কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল স্যারের ছোট ছেলে আজকের এই জয় নেহাল। সম্মাননা নিতে সুদূর আমেরিকা থেকে নাড়ীর টানে শুক্রবার বিকেলে কুষ্টিয়াতে ঢুকবেন বলে জানা গেছে। বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া ও সংস্কৃতিক ব্যক্তি ও জয় নেহাল সংবর্ধনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান লাল্টু ও সদস্য সচিব ড. আমানুর আমানের আমন্ত্রনে। ২৭ তারিখ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে তাকে সম্মাননা প্রদান করবেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আজগর আলী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বরেণ্য আলোচকবৃন্দ থাকবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বঙ্গবন্ধুর পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ড. শাহজাহান মন্ডল, কুষ্টিয়া বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অনুপ কুমার নন্দী পিপি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান, আইন অনুষদের সাবেক ডীন ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. রেবা মন্ডল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ইবি’র প্রফেসর ড. হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান বাবু, ইবি’র বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ পিকুল ও কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সম্পাদক মোশফিকুর রহমান টরলিন । মতিউর রহমান লাল্টু কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা প্রবাসী জয় নেহালের সংবর্ধনা অনুষ্ঠানে সকলেই উপস্থিত থাকবেন বলে আমি আশা করি। কারণ তিনি একজন ব্যতিক্রমী মানুষ, যিনি বিদেশের মাটিতে থেকে কুষ্টিয়ার গরিব দুঃখী মানুষকে তার সহযোদ্ধাদের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে যা পৃথবিীর বুকে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।