সোমবার ● ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » ঢাকা » বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা ঘটনায় নিন্দা
বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা ঘটনায় নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের শরীক দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা - আক্রমণ ও নির্যাতন - নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, সরকার ও সরকারি দল বিরোধীদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা আক্রমণ অব্যাহত রেখেছে। কোন উসকানি ছাড়া সরকারি দলের বিভিন্ন লীগের নামধারীরা পুলিশী ছত্রছায়ায় বিভিন্ন স্থানে অস্ত্রসস্ত্রসহ বিরোধী দলের সমাবেশ - মিছিলে যেভাবে হামলা আক্রমণ করেছে দেশের গণমাধ্যম তার সচিত্র সংবাদ প্রকাশ করেছে। কোথাও কোথাও শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশেরা তাদের পেশাগত দায়িত্বের বাইরে যেয়ে হামলা আক্রমণ অব্যাহত রেখেছে। এসব হামলা - আক্রমণে মাত্র গত একসপ্তাহে বিরোধীদলসমূহের কয়েক শত নেতা কর্মী আহত হয়েছে। বিরোধী নেতাদের বাড়িতেও তারা নজিরবিহীনভাবে আক্রমণ ও ভাংচুর করে চলেছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিরোধীদের উপর হামলা আক্রমণের পর আবার তাদের শত শতনেতা কর্মীদের বিরুদ্ধেই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
তিনি বলেন, বাস্তবে সরকার ও সরকারি দল দ্বিচারী কৌশল অবলম্বন করেছে। একদিকে তারাবিরোধীদের কর্মসূচীতে বাঁধা না দেবার কথা বলছে, আর অন্যদিকে রাজপথ দখলে রাখার ঘোষণাদিয়ে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, সরকার ও সরকারি দল পরিকল্পিত ভাবেই যে বিরোধী দমনে সহিংস পথ বেছে নিয়েছে তা স্পষ্ট। এর মধ্য দিয়ে রাজনীতিতে তারা যে ভয়ংকর সহিংসতার বিস্তার ঘটাচ্ছে তাও পরিস্কার। তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
বিবৃতিত তিনি সরকারকে দমন-পীড়নের এই বিপজ্জনক আত্মঘাতী পথ পরিহার করার আহবান জানিয়েছেন।