রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » সরকার দেশকে ভয়ংকর সংঘাত - সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে
সরকার দেশকে ভয়ংকর সংঘাত - সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার শেষ অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় সরকার পোড়ামাটি নীতি অবলম্বন করে দেশকে ভয়ংকর সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা ধরে রাখতে যেয়ে ও তাদের প্রতিশোধাত্মক রাজনীতি দেশে অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধাবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলছে।সভার প্রস্তাবে বলা হয় আরেক দফা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সরকার ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দিয়েছে, সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।এই পথেই তারা তাদের দুঃশাসন অব্যাহত রাখতে চায়। আগামীতে আর একটি তামাশার নির্বাচন মঞ্চস্ত করার লক্ষেই সরকার রাজনৈতিক বিরোধীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে।
সভার প্রস্তাবে বলা হয়, গণআন্দোলন - গণসংগ্রামের পথে এই সরকারকে বিদায় দিতে না পারলে ভোটের অধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার , অবাধ নির্বাচন কোনকিছুই অর্জন করা যাবেনা।
সভার প্রস্তাবে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দল ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক , ফিরোজ আহমেদ, অরবিন্দু বেপারি বিন্দু, কামরুজ্জামান ফিরোজ, শেখ মোঃ শিমুল প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নারায়ণগঞ্জে হতাহতের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ও নিন্দা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণঞ্জে বিএনপির নেতা কর্মীদের উপর পুলিশের হামলা -আক্রমণ ও নির্বিচার গুলি বর্ষণে নেতা কর্মী হতাহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বোরোচিত এই হামলা আক্রমণ সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনের বহিঃপ্রকাশ। এই ঘটনার দায়দায়িত্ব পুরোপুরি সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি ক্ষোভের সাথে বলেন, দমন করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার সরকার ও সরকারি দল সন্ত্রাসী পথ গ্রহণ করেছে।রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে বিরোধীদের কন্ঠরোধ করতে যেয়ে গোটা দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাজপথ দখলে রাখতে যেয়ে তারা প্রতিশোধাত্মক রাজনীতির বিস্তার ঘটাচ্ছে। বিরোধীদের দমন করতে গিয়ে দেশকে তারা গভীর অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে।
নারায়ণগঞ্জে নিহতদের জন্য তিনি গভীর শোক প্রকাশ করেন। তিনি এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহবান জানান। একই সাথে তিনি রাষ্ট্রীয় এই দমন - পীড়নের বিরুদ্ধে গণ প্রতিরোধ জোরদার করারও ডাক দেন।
আজ পার্টির কংগ্রেস প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্যসচিব আকবর খান, বহ্নিশিখা জামালী, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেনের, ফিরোজ আহমেদ, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পার্টির দশম কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।