মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পুলিশ পরিচয়ে চট্টগ্রামের ৫ ব্যবসায়ীকে অপহরন
পুলিশ পরিচয়ে চট্টগ্রামের ৫ ব্যবসায়ীকে অপহরন
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের পাচলাইশ থানাধীন মুরাদপুর থেকে গত ২৮ মার্চ বিকেল ৫ টায় প্রাণ কোম্পানীর ৫ জন ডিলারকে সাদা পোশাকে থাকা ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি মাইক্রো বাসে করে তুলে নিয়ে যায় পুলিশ ৷ কোন মামলা না থাকা সত্বে ও পুলিশের মিজান,এস আই মুনির পরিচয় দিয়ে ৫ জন ব্যবসায়ীকে কোথায় নিয়ে গেছেন কেউ জানেন না ৷ অপহরন হওয়া ব্যবসায়ীরা হলেন (১) মো:মোরশেদ আলম, পিতা:আলী আসাদ,মোবাইল নং ০১৮৬০৩৫১৭৪৫, ০১৮২৩৮১৪৮৪৩, (২) মো: তসলিম সাবেক সেনা কর্মকর্তা,পিতা:আবুল খায়ের, মোবাইল নং০১৯২০৬৫৫৪৯৯, (৩) মো:জিয়াউর রহমান,পিতা: মৃত আব্দুল গাফ্ফার, (৪) আরিফুল ইসলাম,পিতা: মো:নুরুল ইসলাম,মোবাইল নং ০১৮৭৬৬৯৬৬২৫, (৫) মো:আব্দুর রহিম, পিতা: আবদুল মালেক সকলেই ব্যবসায়ী ও প্রাণ কোম্পানীর ডিলার বলে জানা গেছে ৷ এসব ব্যবসায়ীরা প্রতিদিন কোম্পানীর বিভিন্ন মালামাল বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা লেনদেন করে থাকেন তাদের পকেটে থাকার পরিমান দেখে হঠাত্ করে পুলিশ কোন ধরনের মামলা না থাকা সত্বে ও অপহরন করার মত জঘন্য অপরাধ করা এবং ব্যবসায়ীদের মাইক্রোবাসে তুলে তাদের সকলের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মামলার ভয়ভীতি লাগানো অর্থ কয়েক লক্ষ টাকা ঘুষদাবি করার মত ঘটনা এই স্বাধীনতার মাসে কি করে সম্বব হলো তাহা সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে ৷ অপহরন হওয়া পাচ ব্যবসায়ীর পরিবার সারারাত জাগিয়ে রয়েছেন স্বামীর অপেক্ষায় তাদের পরিবার স্থানীয় পাচলাইশ থানায় খবর নিয়ে দেখলেন তাদের সম্পর্কে থানা পুলিশ বলেন তাদের কাছে নিখোজের বিষয় জানা নাই ৷ রাত ১ টার সময় উল্লেখিত নাম্বার গুলো ফোন করেন সিএমপির পতেঙ্গা থানার এস আই মুনির মোবাইল নং ০১৮৩৭২৩৮৩৪৭ তিনি আটকের বিষয়টি বলেন ৫ জন তার হেফাজতে রয়েছে প্রতিজন ১ লক্ষ টাকা করে দিলে তাদের ছেড়ে দেয়া হবে বিষয়টি কাউকে জানালে ইয়াবা ও অস্ত্র মামলা দিয়ে চালান করা হবে ৷ পাচলাইশ থানা এলাকা থেকে ৫ জন ব্যবসায়ী অপহরন হলে ও সে বিষয়ে পাচলাইশ থানার ওসি জানেন না অথচ অপহরনের পর পতেঙ্গা থানা এস আই মুনিরের হেফাজতে অপহৃত প্রাণ কোম্পানীর ৫ ডিলার ৷ পুলিশের দাবিকৃত মুক্তিপনের টাকা ২৯ মার্চ দুপুর ১২ টার মধ্যে না দেয়াতে পরিশেষে ইয়াবা মামলায় আদালতে চালান দিলেন পাচ ব্যবসায়ীকে ৷ ব্যবসায়ীদের পরিবারের পক্ষ থেকে সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্রাচায্যকে মুঠোফোনে বিষয়টি জানানোর পরকিছুটা উপকার হলেও কিন্তু মামলা থেকে রেহাই পায়নি পাচজন ব্যবসায়ী ৷ এধরনের ঘটনা গুলো সাধারন মানুষের মাঝে প্রতিনিয়ত আতংক সৃষ্টি করছে ৷ প্রতিদিন কোন না স্থানে পুলিশ পরিচয় দিয়ে অপহরনের ঘটনা ঘটলেও পুলিশ তদন্ত না করায় সাধারন মানুষের মাঝে ভয়ভীতি কাজ করছে ৷ আগ্রাবাদ বাদামতলী মোড়ের বিসিক মার্কেটের ফোন ফ্যাক্স ব্যবাসায়ী আলাউদ্দিন, আর আর কম্পিউটার মালিক রায়হান হোসাইন, পান সিগারেটের দোকানদার অপহরন মুক্তিপনের মাধ্যমে উদ্ধার ডবলমুরিং থানায় মামলা হলেও পুলিশ অপহরনকারীদের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে ৷
আইন শৃংখলাবাহিনীর লোক পরিচয় দিয়ে সাধারন মানুষ বা ব্যবসায়ী অপহরনের ঘটনা প্রতিদিনেই ঘটছে ৷ মুরাদপুর থেকে পাচ ব্যবসায়ী অপহরনের সাথে পতেঙ্গা থানা পুলিশের এস আই মুনীর সহ কয়েকজন পুলিশ জড়িত বলে দাবি করেছেন ব্যবসায়ীদের পরিবার ৷