রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি :: বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা ও নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকলে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান।
বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ধর্ষণের চেষ্টা
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার ও এলাবাকাসী সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারপোতা গ্রামের প্রতিবন্ধী মেয়ে খুশি (১৪) (ছদ্মনাম) কে ডালভাঙ্গা গ্রামের মৃত শের আলীর ছেলে আমজাদ হোসেন ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের বাবা একজন দিনমজুর। গত ৩১ আগস্ট দুপুরে পরিবারের অনুপস্থিতিতে অভিযুক্ত আমজাদ হোসেন উক্ত প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের মা বাড়ি চলে আসলে আমজাদ হোসেন পালিয়ে যায়। বিষয়টি ভিকটিমের মা কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবীকে মৌখিকভাবে জানালে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয় এবং শুক্রবার বিষয়টি মহেশপুর থানার ওসি সেলিম মিয়াকে অবহিত করেন। পরে মহেশপুর থানা পুলিশ রাতেই আসামী আমজাদ হোসেনকে আটক করে। ওসি সেলিম মিয়া বলেন, মামলা হয়েছে আসামীকে জেল-হাজতে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
চিনিকলে পাওনা টাকার জন্য অবসরপ্রাপ্ত শ্রমিকদের বিক্ষোভ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের অবসরোত্তর গ্রাচুইটিসহ অন্যান্য পাওনাদি পরিাশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি পেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিকরা। শনিবার সকালে মোবারকগঞ্জ চিনিকল মেইন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন মোচিক অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল জলিল, মোচিক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আতিয়ার রহমান, সোহেল আহমেদ প্রমুখ। সাধারন সম্পাদক মোস্তফা আব্দুল জলিল জানান, মোবারকগঞ্জ চিনিকলে প্রায় ১৭৫জন শ্রমিক,কর্মকর্তা ও কর্মচারী অবসরোত্তর গ্রাচুইটি ববাবদ প্রায় ১৬ কোটি ৮৫ লাখ টাকা পাবে। দীর্ঘদিন অতিবাহিত হলেও মিল কর্তৃপক্ষ টাকা নেই এই অজুহাতে পরিশোধ করছেন না। তিনি জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শিল্প মন্ত্রণালয়ের অধিন এই্ চিনিকলটি রাষ্ট্রয়াত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তিনি অভিযোগ করেন, অনেকে ১০ বছর আগে অবসরে গেলেও এখনো গ্রাচুইটির টাকা পাননি। বেশ কয়েকজন অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। অনেকে অসুস্থতায় ভুগছেন। সভাপতি আব্দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, তারা চাকুরি শেষে যে টাকা পায় তা দীর্ঘদিন পাচ্ছেন না। অর্থাভাবে ও অনাহারে অনেকে দিন কাটাচ্ছে।