মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
আলীকদমে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য বান্দবানের আলীকদমে ‘মা’ সমাবেশ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার সকাল ১১ টায় আলীকদম উপজেলার নয়াপাড়া মডেল কমিউনিটি ক্লিনিকের উদ্দ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি গ্রুপ এর আয়োজনে নজির মেম্বার পাড়া ছিদ্দিক আহামদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সমাবেশে গর্ববতী মহিলাদের বিনামূল্যে চেক-আপ, রক্তের গ্রুপ পরীক্ষা রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করা হয় ৷
পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র ইউ এফ উমেচিং চাক এর সঞ্চালনায় নয়াপাড়া কমিউনিটি গ্রুপ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম আলীকদম প্রতিনিধি হাসান মাহমুদ ৷ সমাবেশে বক্তারা গর্ববতী মায়ের যত্ন নেওয়া এবং মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ৷ এসময় বক্তারা নয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে সদ্যসৃষ্ট প্রসব কেন্দ্রে সম্পুর্ণ বিনা মূল্যে ডেলিভারী সেবা নেওয়ার পরামর্শ দেন ৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াছমিন আক্তার, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাসেম, ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য মোঃ কামাল হোসেন ও কোষাধ্যক্ষা নুরুল ইসলাম ৷