মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মাদক সেবীর হাতে মাদকসেবী খুন, আসামি আটক
মাদক সেবীর হাতে মাদকসেবী খুন, আসামি আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মাদক সেবীর হাতে আরেক মাদকসেবী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর শহরের সলেমানপুর পুরাতন পশুহাট এলাকায়। নিহতের নাম সবুজ খাঁ (৩৭)। সে ওই পুরাতন পশুহাট পাড়ার মৃত আবদুর রহিমের ছেলে। নিহত সবুজের ভাই মিঠুন বলেন, তার ভাইকে একই এলাকার সলেমানপুর গ্রামের দাসপাড়ার সামছুদ্দীনের ছেলে মাদক আশক্ত আলম কাইচি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে গেছে। মিঠুন বলেন, বাড়ি থেকে বেরিয়েই দেখেন তার ভাই মাটিতে পড়ে ছটফট করছেন। এ সময় প্রতিবেশীদের সহায়তায় ভ্যান যোগে হাসপাতালে আনার পথে সবুজের মৃত্যু হয়। তবে কি কারণে এ হত্যাকান্ড তিনি তা বলতে পরেননি। এলাকাবাসীরা জানায়, নিহত সবুজ মৌসুমী ফলের ব্যবসা করতো। সেই সাথে নিয়মিত মাদকও সেবন করতো। আর হত্যাকারী আলম (৩৬) ভবঘুরে মাদকসেবী। কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন এফএনএসকে জানান, দুই মাদকসেবীর মাঝে গাঁজা খাওয়া নিয়ে কথাকাটির একপর্যায়ে আলম তার সাথে থাকা গাঁজা কাটা কাইছি দিয়ে সবুজের বুকে খোঁচা দিয়ে পালিয়ে যায়। আর তাতেই সবুজের মৃত্যু ঘটে। লাশ এখনো উপজেলা হাসপাতালে পুলিশের তত্বাবধানে রয়েছে। সুরাতহাল রিপোর্ট শেষে আজই ময়না তদন্ত জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হবে। এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে সবুজ খান হত্যা ঘটনায় ৭ ঘন্টায় আসামিকে আটক করেছেন আইন শৃংখলা বাহিনী। সোমবার বিকালে পুলিশ, র্যাব-৬’র যৌথ অভিযানে কোটচাঁদপুর চৌগাছা সড়ক থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, সোমবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের পুরাতন গরুর হাট এলাকায় সবুজ খাঁ কে কাইচি দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনার পর থেকে র্যাব-৬ ও পুলিশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। সোমবার বিকালে আলম আত্মগোপনে থাকা জায়গা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চৌগাছা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ অভিযানে র্যাবের পক্ষে ছিলেন ঝিনাইদহ র্যাব-৬’র ক্যাম্প কমান্ডার ইশতিয়াক আহম্মেদ ও সঙ্গীয় সদস্যরা। এছাড়া কোটচাঁদপুর পক্ষে ছিলেন থানার উপপরিদর্শক হাসানুর রহমান, হারুন অর রশিদ সহউপপরিদর্শক আনিচুর রহমান সহ সঙ্গীয় সদস্যারা। র্যাব-৬’র কমান্ডার বলেন, সকাল থেকেই আমাদের অভিযান চলমান ছিল। যা মাত্র ৭ ঘন্টার ব্যবধানে সফলতা এসেছে। আলম হোসেন কোটচাঁদপুর সলেমানপুর দাসপাড়ার ঘড়ি ম্যাকার শামসুদ্দিনের ছেলে। এ সময় আইন শৃংখলা বাহিনী হত্যা কান্ডে ব্যবহৃত কাইচিটি উদ্ধার করেন। তবে এ ঘটনায় থানায় এখানো পর্যন্ত মামলা হয়নি।
মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী কণ্যা শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় অভিযুক্ত হাফিজুর রহমান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষন করে। এরপর শিশুটিকে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। শিশুটি বাড়িতে এসে মা বাবাকে বিষয়টি জানালে ওই দিনই শিশুটির পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করে। তদন্ত শেষে মহেশপুর থানার এস আই আল মাসুদ মিয়া আসামীর বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ নির্যাতিতাকে প্রদানের নির্দেশ দেন।
ইবিতে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর
ঝিনাইদহ :: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা। সোমবার (৫ সেপ্টেম্বর) কলা অনুষদের ডিন ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধর শুরু হলে শিক্ষার্থীদের একজনে বিশ্ববিদ্যালয়ের বটতলা অভিমুখে পালিয়ে যায় অন্যজনকে মারতে মারতে শিক্ষক শিক্ষার্থী সংস্কৃতি সেন্টার (টিএসসিসি) সামনে গিয়ে মারধর থামে। তবে শিবির সন্দেহ মার খাওয়া শিক্ষার্থীদের পরিচয় অজানা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ডিন অফিসের সামনে প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মীরা অবস্থান নেয়। এসময় সেখানে অবস্থান করা দুই শিক্ষার্থীকে নানা প্রশ্ন করা হয়। এ পর্যায়ে শিবির সন্দেহে তাদের উভয়ে মারধর করা হয়েছে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিবির ধর জবাই করা সহ বিভিন্ন শ্লোগান দিচ্ছিল। ছাত্রলীগ নেতারা তাদের মারধরের সময় বলেন বিশ্ববিদ্যালয়ের অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থান করছিল শিবির এ ধারণা করে ছাত্রলীগ নেতা করা তাদের মারধর করেছে। ডিন অফিসের সামনে থেকে তাদের তাড়া করতে করতে আল-কোরআন বিভাগ, অনুষদ ভবন, বটতল ও প্রশাসন ভবনে দৌড়ে পালিয়েছে শিবির এ সন্দেহে খুঁজতে ছাত্রলীগ অভিযান করে থাকে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের পদধারী নেতাকর্মী নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ঘোরাফেরা করছিল। সে খবর ছাত্রলীগের কর্মীরা ও সাধারণ শিক্ষার্থী জানতে পেরে তাদের চড় থাপ্পড় মেরেছে বলে আমি জেনেছি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নৈরাজ্য বিরোধী সিরিজ মিছিল মিটিং চলাকালীন তারা অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থান করেছে। তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোন ছাত্রশিবির থাকতে পারবে না। আমাদের কাছে পদধারীদের তথ্য আছে। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা যেখানে শিবির পাবে সেখানেই তাদের প্রতিহত করবে বলে জানান তিনি।
হরিনাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের হিজলী গ্রামে বজ্রপাতে কুরবান আলী মোল্লা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। নিহত কুরবান আলী মোল্লা ওই গ্রামের মকবুল হোসেন মোল্লাার ছেলে। স্থানীয় বিল্লাল হোসেন জানায়, কুরবান আলী মাঠে থেকে বাড়ী এসে নিজ ঘরের বারান্দায় বসে ছিল। সেসময় বৃষ্টির মাঝে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হরিনাকুন্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানন, এঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে।