বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় » ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক
ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক সাত হাজার কোটি টাকা ব্যয় করে ইভিএম কেনার উদ্যোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সাত হাজার কোটি টাকার এই উদ্যোগ হবে বিরাট জাতীয় অপচয়। পুরো উদ্যোগে কারা কতটা কমিশন নেবে তা নিয়েও প্রশ্ন আছে।
তিনি বলেন, সকল বিরোধী দলের আপত্তি ও অনাস্থার কারণে ইভিএম পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোন সম্ভাবনা নেই। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে অধিকাংশ রাজনৈতিক দলের ইভিএম এর উপর কোন আস্থা নেই।
তিনি বলেন, এই পরিস্থিতিতে ইভিএম কেনার এই উদ্যোগ নির্বাচন কমিশনকে কেবল আরও বিতর্কিত করবে এবং জনমনে এই ধারণা পাকাপোক্ত করবে যে সরকার ও সরকারি দলের নীলনকশা বাস্তবায়নের জন্যই নির্বাচন কমিশনের এই উদ্যোগ।
তিনি বলেন, এমনিতেই নির্বাচন , বিদ্যমান নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের কোন আস্থা - বিশ্বাস নেই।তার উপর নির্বাচন কমিশনের ইভিএম এর এই বিতর্কিত উদ্যোগ নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট কেবল আরও প্রকট করবে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সংরক্ষণ ও মনযোগের অভাবে ইতিমধ্যে ৩০ শতাংশ ইভিএম অকেজো হয়ে গেছে।আরও অনেকগুলো অকেজো হবার পথে।বিদ্যমান ইভিএম এর মধ্যে ১৩ হাজার ২৪০টি ইভিএম কন্ট্রোল ইউনিট বিনষ্ট, সাত হাজার কন্ট্রোল ইউনিটের খবরই নেই। বেশ কিছু ইভিএম এর যন্ত্রাংশ হারিয়ে গেছে,আবার চুরিও হয়েছে। এরকম পরিস্থিতিতে নতুন করে ইভিএম কেনার উদ্যোগ যে পুরোপুরি উদ্দেশ্যপ্রনোদিত তা নিয়ে কোন সন্দেহ নেই।
তিনি অনতিবিলম্বে ইভিএম কেনার উদ্যোগ পরিহার করে ভেংগে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে মনোযোগী হতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।