বুধবার ● ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদ দুষণমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে - র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
কাপ্তাই হ্রদ দুষণমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে - র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ষ্টাফ রিপোর্টার :: কাপ্তাই হ্রদ দুষণমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা পরিষদকে অনুরোধ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ৷ তিনি বলেন, এশিয়ার বৃহত্তম কৃত্রিম এই লেকে দুষণের হাত থেকে রক্ষা করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে ৷ এই হ্রদের মাধ্যমে দেশের বিদ্যুতের চাহিদা অনেকটাই মেটানো সম্ভব হচ্ছে এছাড়া কাপ্তাই হ্রদের মাছের উত্পাদনের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে ৷ তিনি বিশাল এই কাপ্তাই হ্রদের দুষণ থেকে রক্ষা করতে জেলা পরিষদকে প্রকল্প গ্রহণের জন্য আহবান জানান ৷
মঙ্গলবার (২৯মার্চ) রাঙামাটি পর্যটন সংলগ্ন নৌযান ঘাট এলাকায় রাঙামাটি কাপ্তাই লেক এর কচুরীপানা অপসারণ পাইলট প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহবান জানান ৷
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন ৷
পরে রাঙামাটি জেলা পরিষদ এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ এর যৌথ উদ্যোগে জেলা পুলিশ এবং কৃষি সমপ্রসারণ বিভাগ রাঙামাটিকে দুটি স্পীড বোট প্রদান করা হয় ৷
রাঙামাটি জেলা পুলিশের পক্ষে স্পীড বোট গ্রহণ করেন রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও এ,এস,পি সদর সার্কেল চিত্তরঞ্জন পাল ৷ এছাড়া রাঙামাটি কৃষি বিভাগে পক্ষে স্পীড বোট গ্রহণ করেন রাঙামাটি কৃষি বিভাগের উপ-পরিচালক রমনি কান্ত চাকমা ৷