বুধবার ● ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ষ্টাফ রিপোর্টার :: দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি কার্যালয়ে অনুষ্ঠিত হবে ৷
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এম আবদুল লতিফ, উষাতন তালুকদার এমপি এবং ফিরোজা বেগম চিনু এমপি অংশগ্রহণ উপস্থিত থাকবেন ৷
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ৷
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গতকাল রাঙামাটি এসে পৌছেছেন ৷ গতকাল বিকালে তিনি রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে কচুরপানা অপসারণ প্রকল্পের উদ্বোধন করেন এবং রাঙামাটি জেলা পুলিশ ও কৃষি সমপ্রসারণ বিভাগকে দুটি স্পীড বোট হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন ৷
আজ তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করবেন ৷ বিকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করবেন ৷ আগামীকাল বৃহস্পতিবার সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ এবং সাজেকে রাত্রী যাপন এবং ১ এপ্রিল খাগড়াছড়ি হতে চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করার কথা রয়েছে ৷