শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ঢাকা-সিলেট মহাসড়কে গ্রীনলাইন-শ্যামলীর মুখোমুখি সংঘর্ষ : আহত-৫০
ঢাকা-সিলেট মহাসড়কে গ্রীনলাইন-শ্যামলীর মুখোমুখি সংঘর্ষ : আহত-৫০
বিশ্বনাথ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রীনলাইন ও শ্যামলী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫০ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহঃ) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের শাহ মুশকিল আহসান (রহঃ) মাজারের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী গ্রীণ লাইন পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। দুই বাস চালক ও যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হন।
এসআই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এর মধ্যে দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।
প্রদক্ষদর্শী গজনাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শাহ নুরুজ্জামান বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে ঘটনাস্থলে যাই। উভয় বাসের আহত যাত্রী ও গুরুতর অবস্থায় দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
প্রবাসী ছাত্তারের অর্থায়নে বিশ্বনাথে এক নারীকে সেলাই মেশিন প্রদান
বিশ্বনাথ :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক ট্রেজারার, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, সমাজসেবক এম. আব্দুস ছাত্তারের অর্থায়নে বিশ্বনাথে হতদরিদ্র এক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম কুরিখলা গ্রামের একটি অস্বচ্ছল পরিবারের সদস্যকে প্রবাসীর পক্ষে সাংবাদিকেরা সেলাই মেশিন প্রদান করেন।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, কার্যকরি কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ব্যবসায়ী মাশুকুর রহমান শিকদার রুকন।
প্রবাসীর মাধ্যমে সেলাই মেশিন পেয়ে অস্বচ্ছল পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খুবই অসহায় আমাদের পরিবার।
সেলাই মেশিন পেয়ে আমরা কিছু কাজ করে টাকা উপার্জন করতে পারব। পরিবারকে কিছুটা হলেও যোগান দিতে পারব। তারা প্রবাসী ও সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন।