শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রেফতার
শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: স্কুলের নিয়োগকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় হাই স্কুলের নিয়োগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফিরোজ আহাম্মেদ ও একই দলের পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ৩৩ জনকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন
দিনমজুর বাক ও শ্রবণ প্রতিবন্ধির গামছা পেঁচানো লাশ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ায় গলায় গামছা পেঁচানো অবস্থায় বাক ও শ্রবণ প্রতিবন্ধি ফসিয়ার রহমান (৪২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ দরজা খোলা একটি ঘরের মেঝেয় পড়ে ছিল। ফসিয়ার রহমান ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। প্রতিবেশিরা জানান, সকালে ঘরে গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দলে পুলিশ পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রতিবেশিদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের কারণে প্রতিবন্ধি ফসিয়ার চিৎকার চেচামেচি করতে থাকে। প্রায় সে কারণে অকারণে স্ত্রীকে মারধর করতো। এ নিয়ে ভাইদের সঙ্গে ফসিয়ারের ঝগড়া হতো। এর আগেও দুইবার আত্মহত্যা করার চেষ্ট করে ফসিয়ার। তৃতীয় বারও সে নিশ্চিত ভাবে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান শুক্রবার বিকালে জানান, লাশের ময়না তদন্ত করা হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।